![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dance Bangla Dance: নাচের প্রতিযোগিতার মঞ্চে কে সেরা? শেষ দিনে স্মৃতি হাতড়ালেন মিঠুন, মৌনীরা
Dance Bangla Dance Grand Finale: আজ, সন্ধে ৮টা থেকে, জি বাংলার পর্দায় দেখা যাবে 'ডান্স বাংলা ডান্স'-এর গ্র্যান্ড ফিনালে। বিশেষ অতিথি হিসেবে আজ হাজির থাকবেন উষসী ও গৌরবও।
![Dance Bangla Dance: নাচের প্রতিযোগিতার মঞ্চে কে সেরা? শেষ দিনে স্মৃতি হাতড়ালেন মিঠুন, মৌনীরা Dance Bangla Dance: Today is grand Finale know what Mithun Mouni Subhasree and Srabanti saying about this journey Dance Bangla Dance: নাচের প্রতিযোগিতার মঞ্চে কে সেরা? শেষ দিনে স্মৃতি হাতড়ালেন মিঠুন, মৌনীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/fc8fe60ce73f7155b500c57092919c95169857769289449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দীর্ঘ সফরের আজ শেষ দিন। আজ- সন্ধে ৮টায় সম্প্রচারিত হবে 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangal Dance)-এর গ্র্যান্ড ফিনালে। বিচারকের আসনে প্রত্যেক বছরের মতোই থাকবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যাঁর নাচের মঞ্চে পোশাকি নাম মহাগুরু বা এমজি। এছাড়াও থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ও মৌনী রায় (Mouni Ray)।
আজ প্রতিযোগিদের মধ্যে রয়েছেন, স্নেহাশ্রিতা, রাজন্যা, সুকৃতি, স্নেহা, প্রিয়ঙ্কা, পৃথ্বীরাজ, ভূমিকা, সুমন ও দিশা। এই সব প্রতিযোগীদের মধ্যে থেকেই, ২ জন সেরার সেরাকে বেছে নেবেন বিচারকেরা। ছোটদের মধ্যে থেকে একজন হবেন সেরার সেরা। বড়দের মধ্যে থেকেও তাই। এই ডান্স রিয়্যালিটি শো নিয়ে মিঠুন বলছেন, 'আমরা যে সমস্ত প্রতিযোগীদের বেছেছি, সবাই হীরে। প্রত্যেকে ভীষণ ভাল নাচ করে। আমার, বাকি বিচারকদের সেরার সেরাকে বেছে নিতে যথেষ্ট মাথা খাটাতে হয়েছে।'
এই শো নিয়ে মৌনী বলছেন, 'একদিনের একটা সফর শেষ হচ্ছে। ডান্স বাংলা ডান্স আমার কাছে ভীষণ স্পেশাল কারণ বাংলায় এটা আমার প্রথম কোনও কাজ। এক মঞ্চে মিঠুন স্যারের সঙ্গে কাজ করার সুযোগটা ভীষণ সম্মানের। শ্রাবন্তী, শুভশ্রী, পূজা.. সবার সঙ্গেই ভীষণ ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে আমার। একদিকে যেমন বিচারকের দায়িত্ব রয়েছে। তেমনই মনখারাপও কাজ করবে। আবার কবে এইভাবে কাজ করার, সবাই একসঙ্গে হওয়ার সুযোগ হবে জানি না। '
একই সুর শ্রাবন্তীর গলাতেও। তিনি বলছেন, 'এই গোটা বছরটাই তো আমরা এই শো-নিয়ে কাটিয়ে দিলাম। এখানে এত স্মৃতি তৈরি হয়েছে। আর সমস্ত প্রতিযোগীদেরও ভীষণ ভালবেসে ফেলেছি আমরা। সেরাটা বেছে নেওয়া ভীষণ কঠিন.. প্রত্যেকেই এত ভাল নাচ করে।' শুভশ্রী বলছেন, 'আমি জানি.. আবার আগামী সিজন শুরু হবে, অনেক নতুন নতুন প্রতিযোগী আসবেন.. তবে প্রত্যেকটা সিজনের শেষে মনখারাপটা একই রকমের হয়।'
আজ, সন্ধে ৮টা থেকে, জি বাংলার পর্দায় দেখা যাবে 'ডান্স বাংলা ডান্স'-এর গ্র্যান্ড ফিনালে। বিশেষ অতিথি হিসেবে আজ হাজির থাকবেন উষসী ও গৌরবও।
View this post on Instagram
আরও পড়ুন: Ranbir Kapoor: সামনেই মেয়ে রাহার জন্মদিন, ৬ নভেম্বরের প্ল্যান জানালেন রণবীর কপূর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)