Manali Dey: শাশুড়িকে লুকিয়ে পাড়ার মঞ্চে নাচ শিমুলের, অপেক্ষা করছে কোন নতুন বিপদ?
Manali Dey Serial: ধীরে ধীরে বরফ গলবে শিমুল ও মধুবালার সম্পর্কের নাকি এই নাচের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের তিক্ত হয়ে উঠবে তাঁদের সম্পর্ক, সেই উত্তর দেবে সময়।
কলকাতা: শুরু থেকেই ধারাবাহিকের বিভিন্ন গল্পের বাঁক চর্চায় রেখেছে 'কার কাছে কই মনের কথা'-কে। এই ধারাবাহিকের হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী মানালি দে (Manali Dey)। এই ধারাবাহিকের প্রথমেই দেখানো হয়, মানালির বিয়ে। আর বিয়ের পরের নতুন জীবন নিয়েই বয়ে চলে এই ধারাবাহিকের গল্প। আর এবার, নতুন মোড়ে কী অন্যরকম হবে ধারাবাহিকের শিমুল আর রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)-র সম্পর্কের সমীকরণ?
ধারাবাহিকের একেবারে শুরু থেকেই দেখা যায়, শিমুলের প্রতি কার্যত বিরুপ মধুবালা। গায়ের রঙ থেকে শুরু করে তার স্বভাব, সবসময়েই তার সঙ্গে ছলে বলে কৌশলে খারাপ ব্য়বহার করে শাশুড়ি। আগামীতে ধারাবাহিকে দেখা যাবে, পাড়ার অনুষ্ঠানে শাশুড়িতে গোপন করে অংশ নেবে শিমুল। কিন্তু কেন শিমুলের ওপর এতটাই বিরক্ত তার শাশুড়ি, ধারাবাহিকে আপাতত সেই গল্পই তুলে ধরা হচ্ছে আস্তে আস্তে।
ধারাবাহিকে দেখানো হচ্ছে, যখন নববিবাহিতা হয়ে এই বাড়িতে এসেছিলেন শিমুলের শাশুড়ি মধুবালা, তখন তিনিও অত্যাচারিত হয়েছিলেন একই রকম ভাবে। তাকেও বেশ শাসনে রাখতেন তার শাশুড়ি। গান করার শখ থাকলেও, বাড়িতে গান গাওয়া ছিল একেবারেই নিষিদ্ধ। শুধু তাই নয়, মেয়েকে গান শেখানোর শখ ছিল মধুবালার। কিন্তু স্বামী ভাল করে খেতেই দিতেন না, গান শেখানোর পয়সা তো নয়-ই। অল্পবয়সে অত্যাচারিত হওয়ার কারণেই বয়সকালে নিজের পূত্রবধূর ওপর বিরুপ মনোভাব প্রকাশ করেন তিনি।
অন্যদিকে শিমুুল তার পাড়ার বন্ধুদের সহযোগীতায় পরিচয় গোপন করে অংশ নেয় পাড়ার অনুষ্ঠানে। পরিচয় না জানায় শিমুলের নাচ দেখে ভাল লাগে তার স্বামী পলাশ ও শাশুড়ির। তবে পরিচয় প্রকাশ্যে আসতেই ফের শিমুলের ওপর রাগে ফেটে পড়েন মধুবালা। ধীরে ধীরে বরফ গলবে শিমুল ও মধুবালার সম্পর্কের নাকি এই নাচের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের তিক্ত হয়ে উঠবে তাঁদের সম্পর্ক, সেই উত্তর দেবে সময়।
View this post on Instagram
আরও পড়ুন: Ritabhari Chakraborty: আমার কাছে স্বাধীনতা মানে আমার শিশুদের জন্য সুরক্ষিত পরিবেশ