Saathi: 'সাথী' ধারাবাহিকে এবার জুটি বাঁধবেন ইন্দ্রজিৎ ও অ্যানমেরি টম, ২৫ বছর এগিয়ে যাবে গল্প
Daily Serial Update: 'সাথী' ধারাবাহিকে প্রায় ২৫ বছরের একটা বড় সময়ের ব্যবধান দেখা যাবে। অর্থাৎ ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে প্রায় ২৫ বছর। গল্প অনুযায়ী অনুমিতা অভিনীত বৃষ্টি চরিত্রের কী ভবিষ্যৎ?
কলকাতা: সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সাথী' (Saathi)। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করে আসছে এই ধারাবাহিক। এবার সেই গল্পেই আসতে চলেছে গল্পে নতুন মোড়। বদলে যাচ্ছে এক চরিত্রের অভিনেত্রী (New Character Entry)। কোথায় দাঁড়িয়ে এখন গল্প?
'সাথী' ধারাবাহিকে এবার নতুন জুটি
দুই বছরের বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছে সান বাংলার জনপ্রিয় 'সাথী' ধারাবাহিক। এবার সেই ধারাবাহিকের গল্পে আসতে চলেছে নতুন মোড়। একেবারে নতুন মোড়কে দর্শক এবারে দেখতে চলেছেন 'সাথী'। কী সেই টার্নিং পয়েন্ট?
ওম ও বৃষ্টির রসায়ন দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। ইন্দ্রজিৎ এবং অনুমিতার জুটি ছিল হিট। কিন্তু এই হিট জুটিই এবার বদলাতে চলেছে। অনুমিতার জায়গায় আসতে চলেছেন অ্যানমেরি (Annmary Tom)। সান বাংলারই 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে অ্যানমেরি টমকে রোজ দেখছেন দর্শক। 'ফাগুনের মোহনা' শেষ হতে চলেছে। এবার 'সাথী' ধারাবাহিকে দর্শক দেখতে পাবেন তাঁদের প্রিয় অ্যানমেরি টমকে। কিন্তু এক্কেবারে অন্য লুকে, এবং নতুন চরিত্রে। অনুমিতার জায়গায় অ্যান এলেও ইন্দ্রজিৎ থেকে যাচ্ছেন, তবে একেবারে অন্য চরিত্রে, অন্য সাজে। গল্পের খাতিরেই এই পরিবর্তন। ঠিক কেমন ব্যাপারটা? কী সেই নতুন মোড়?
'সাথী' ধারাবাহিকে প্রায় ২৫ বছরের একটা বড় সময়ের ব্যবধান দেখা যাবে। অর্থাৎ ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে প্রায় ২৫ বছর। গল্প অনুযায়ী অনুমিতা অভিনীত বৃষ্টি চরিত্র মারা যাবে। ওম ও বৃষ্টির সন্তান হয়ে দেখা যাবে অ্যানমেরিকে। আনন্দ আশ্রমে বড় হয়ে উঠবে অ্যানমেরি টম। তার চরিত্রের নাম মেঘলা। সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত সে। খুবই প্রতিবাদী চরিত্র। আর অন্য পরিবারে বড় হয়ে উঠবে ইন্দ্রজিৎ। একেবারে নতুন চরিত্র, নতুন লুক। কে এই নতুন ইন্দ্রজিৎ? ক্রমশ প্রকাশ পাবে সেটি। এই ইন্দ্রজিতের সঙ্গেই আলাপ হবে অ্যানমেরি টমের। শুরু হবে নতুন গল্প। তৈরি হবে নতুন জুটি। এই জুটির রসায়ন কেমন জমবে, তা সময়ই বলবে।
গল্পের এখনকার প্রেক্ষাপট
বৃষ্টি অলোকেশের হাত থেকে বাঁচার জন্য শহর থেকে অনেক দূরে আনন্দ ঠাকুরের আশ্রমে আশ্রয় নেয়। বৃষ্টি এখন সন্তানসম্ভবা। বৃষ্টি কোনওভাবেই চায় না এই অবস্থায় অলোকেশ তার কোনও খবর জানুক। অন্যদিকে ওম বৃষ্টিকে খুঁজতে থাকে। না পেয়ে একদিন নেশাগ্রস্ত হয়ে অন্যান্য লোকেদের সঙ্গে মারপিট করে। ওম ও বৃষ্টির আর কখনও দেখা হবে কি না এখন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।