Pherari Mon: প্রবল বৃষ্টি, একাধিক বাধা পেরিয়ে আউটডোরে শ্যুটিং 'ফেরারি মন' ধারাবাহিকের, আসছে কোন নতুন ট্যুইস্ট?
Daily Serial Update: 'ফেরারি মন' ধারাবাহিকের নায়ক অগ্নি এখন সন্ত্রাসবাদীদের কবলে। তাঁকে বাঁচাতে বদ্ধপরিকর তাঁর স্ত্রী তুলসী। সেই লক্ষ্যে স্থির থেকে এক ভয়ানক মিশনের পথে পা বাড়িয়েছে সে।
কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' (Pherari Mon)। এখন ধারাবাহিকের গোটা টিম ব্যস্ত আউটডোর শ্যুটিংয়ে (Outdoor Shoot)। মুখ্য দুই চরিত্র অগ্নি (Agni) ও তুলসির (Tulsi) 'হানিমুন ডাইরিজ' দিয়ে শুরু হয় আউটডোর শ্যুট। সেখানে গিয়ে নতুন কোন সমস্যার সম্মুখীন হবে তাঁরা?
'ফেরারি মন' ধারাবাহিকে নতুন ট্যুইস্ট
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ এবার একের পর এক ট্যুইস্ট। একাধিক নাটকীয় মুহূর্তের সাক্ষী হতে চলেছেন দর্শক। আপাতত ধারাবাহিকের গোটা টিম রয়েছে আউটডোর শ্যুটিংয়ে। সেখানেই সন্ত্রাসবাদীদের হানা? ঠিক কী ঘটল?
'ফেরারি মন' ধারাবাহিকের নায়ক অগ্নি এখন সন্ত্রাসবাদীদের (terrorist) কবলে। তাঁকে বাঁচাতে বদ্ধপরিকর তাঁর স্ত্রী তুলসী। সেই লক্ষ্যে স্থির থেকে এক ভয়ানক মিশনের পথে পা বাড়িয়েছে সে। কিন্তু সেখানেও আসে বাধা। তুলসীর উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয় যখন হঠাৎ বোমা হামলা হয় এবং তাদের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে পালিয়ে যেতে হয়। ঠিক এই সময়ে প্রবেশ ঘটে এক রহস্যময় ব্যক্তির। নাম অর্জুন। এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে। এখন সকলের মনে একটাই প্রশ্ন, কে এই অর্জুন এবং সে কীভাবে অগ্নি ও তুলসীর জীবনে প্রভাব ফেলবে?
ধারাবাহিকের পর্দায় এই ধরনের সন্ত্রাসবাদী হামলা, বোমা হামলার মতো দৃশ্যের শ্যুটিং সারতে গোটা টিমকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়। তার মধ্যে একটা বড় সমস্যা ছিল ভারী বৃষ্টিপাত। ধারাবাহিকের পরিচালক বিধান পালের কথায়, 'খারাপ আবহাওয়ায় শ্যুটিং করা রীতিমতো আমাদের ধৈর্য্যের পরীক্ষা ছিল। যদিও আমাদের দৃশ্যে সেগুলি বিশেষ সংযোজন করেছে। আউটডোর শ্যুটিংয়ের ক্ষেত্রে সকলের মিলিত প্রচেষ্টা প্রয়োজন পড়ে, কিন্তু যখন প্রকৃতিও সঙ্গ দেয়, তখন আমাদের গল্পই আরও সমৃদ্ধ হয়ে ওঠে।'
আরও পড়ুন: Iman Chakraborty: 'বাড়ির সামনেটা ভাগাড়ে পরিণত হয়েছে', প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইমন
প্রসঙ্গত, ধারাবাহিকের গল্প এখন যে স্থানে দাঁড়িয়ে তা ফের একবার সেই পুরনো প্রশ্নই তুলে দেয়, 'সমস্ত বাধা পেরিয়ে কি ভালবাসার জয় হবে?' এই প্রশ্নের উত্তর ইতিবাচক হয় কি নেতিবাচক, তা জানতে চোখ রাখতে হবে 'কালার্স বাংলায়' প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন