Shruti-Swarnendu: নদী, ঘন জঙ্গলে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন শ্রুতি-স্বর্ণেন্দু, বিশেষ উপহারে কী পেলেন 'রাঙাবউ'?
Shruti-Swarnendu Honeymoon: রাতে শ্রুতি একটি কেকের ছবি ভাগ করে নিয়েছেন ও সেইসঙ্গে একটি লম্বা লেখা। সেখানে তিনি জানিয়েছেন, বিয়ের পরেও শ্যুটিং চালিয়ে গিয়েছেন তিনি ও স্বর্ণেন্দু।
কলকাতা: টুকরো ছুটি, তাই মিনি হনিমুন। বিয়ের পরেই স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar)-এর সঙ্গে পাহাড়, নদীর কোলে সময় কাটাচ্ছেন শ্রুতি দাস (Shruti Das)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন একান্ত যাপনের সমস্ত ঝলক। এমনকি, মধুচন্দ্রিমায় বিয়ের পরে তাঁকে প্রথম কী উপহার দিয়েছেন স্বর্ণেন্দু, সেই ঝলকও শেয়ার করে নিয়েছেন শ্রুতি।
তাঁরা কোথায় গিয়েছেন, সেটা এখনও পর্যন্ত গোপনেই রেখেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। তাঁদের দুজনেরই পছন্দ জঙ্গল। ঘনিষ্ঠ মহলে জানা গিয়েছে, সম্ভবত ডুয়ার্সে ঘুরতে গিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শ্রুতি শেয়ার করে নিয়েছেন বিমানবন্দরের ও বিমানের ভিতরের ছবি। স্বর্ণেন্দুর হাতের ওপর হাত রেখে শ্রুতি লিখেছেন, এটাই তাঁর প্রথম বিমান সফর। এরপর শ্রুতি শেয়ার করে নেন একটি পেনডেন্টের ছবি। লাল গোলাপ ও সেই পেনডেন্টের ওপরে রয়েছে একটি চিরকুট। তাতে লেখা, 'আমি একেবারে নিখুঁত নই। তোমায় বিরক্ত করি। বিভিন্ন জিনিস ভুলে যাই, বোকা বোকা কথা বলি... আরও কত কি। কিন্তু তুমি আমার মতো অন্য এমন কাউকে খুঁজে পাবে না যে তোমায় এতটা ভালবাসবে। চিরকাল তোমায় ভালবাসব।' শ্রুতি এই ছবিটি শেয়ার করে লিখেছেন, এটাই তাঁর মধুচন্দ্রিমার উপহার।
রাতে শ্রুতি একটি কেকের ছবি ভাগ করে নিয়েছেন ও সেইসঙ্গে একটি লম্বা লেখা। সেখানে তিনি জানিয়েছেন, বিয়ের পরেও শ্যুটিং চালিয়ে গিয়েছেন তিনি ও স্বর্ণেন্দু। আর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে ধারাবাহিকের সবাইকেও জানাতে পারেননি তাঁরা। তবে সবকিছু ভীষণ সুন্দরভাবে সম্পর্ণ হয়েছে। শ্রুতি জানিয়েছেন, সবাইকে না জানানোর পরেও কেউ তাঁদের ওপরে একবিন্দুও রাগ, অভিমান করেননি। বরং প্রত্যেকে ভালবাসা ও শুভেচ্ছায় মুড়ে দিয়েছেন তাঁদের। শেষে শ্রুতি লিখেছেন, 'প্রার্থনা করুন যেন আমরা সুখী হই'
View this post on Instagram
এরপর আজ সকালে একটি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি। পাহাড়ি নদী ও ঘন জঙ্গলের মধ্যে তিনি ও স্বর্ণেন্দু উই-টাইম উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিতেও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
View this post on Instagram