'Roopsagore Moner Manush': নতুন চরিত্রের আগমন 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে, রুকমার পাশে এবার দেখা যাবে সায়নকে
Serial Update: নতুন চরিত্র উজান হয়ে 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে প্রবেশ করতে চলেছেন অভিনেতা সায়ন মুখোপাধ্যায়। কেমন এই চরিত্রটি? নিজেই তা জানালেন অভিনেতা।
কলকাতা: এবার নতুন চরিত্রের আগমন হতে চলেছে সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'-এ (Roopsagore Moner Manush)। সায়ন মুখোপাধ্যায়কে (Sayan Mukherjee) দেখা যাবে রুকমা রায় অভিনীত এই ধারাবাহিকের নতুন চরিত্রে। নিজের চরিত্র সম্পর্কে কী বললেন পর্দার উজান?
'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন
নতুন চরিত্র উজান হয়ে 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে প্রবেশ করতে চলেছেন অভিনেতা সায়ন মুখোপাধ্যায়। কেমন এই চরিত্রটি? নিজেই তা জানালেন অভিনেতা।
সায়নের কথায়, 'আমার চরিত্রের পুরো নাম উজান দত্ত চৌধুরী। পেশায় সে একজন ডাক্তার। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে সে।' তিনি আরও জানাচ্ছেন যে চরিত্রটি বেশ আধুনিক, এবং খুব গুরুত্বপূর্ণভাবে এটি একটি ইতিবাচক চরিত্র। হিরোইজম আছে চরিত্রটির যে খুব ভাল মনের মানুষ।
সায়নের কথায়, 'এই চরিত্রটি খানিক গম্ভীর, একটা ব্যক্তিত্ব আছে। কিন্তু মণিমা অর্থাৎ অঞ্জনা বসু যে চরিত্রটি করছেন, তাঁর কাছে একেবারে শিশুর মতো হয়ে যায় সে। মণিমা অর্থাৎ তার জেঠিমার আশীর্বাদ মাথায় আছে বলেই সে ডাক্তার হতে পেরেছে বলে মনে করে। মণিমাই তার কাছে সব। মণিমার আদর্শেই সে বড় হয়েছে।'
তবে এতো পর্দার চরিত্র। কিন্তু অভিনেতার কথায়, 'এই চরিত্রের সঙ্গে আমার, সায়ন মুখোপাধ্যায়ের অনেক মিল আছে। সেটা আমার জন্য খুব সুবিধা হয়েছে। আর আমি প্রচণ্ড মজা করে শ্যুটিং করছি। আমাদের টিম মেম্বাররা অত্যন্ত ভাল। সবচেয়ে বড় ব্যাপার এখানে সকলে খুব সম্মান দিয়ে কাজ করেন, এমন টিম অনেকদিন পর পেলাম।'
রুকমা যে ধারাবাহিকের মুখ্য চরিত্র, তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা তো জানতেই হয়। সায়নের কথায়, 'রুকমা অত্যন্ত দক্ষ, দারুণ অভিনেত্রী। খুব মিষ্টি একটা মানুষ। ওঁকে আগে চিনতাম কিন্তু কাজ করছি এই প্রথম। আমার আগে থেকে ও এই ইন্ডাস্ট্রিতে এসেছে, খুব ভাল কাজ করে। ওঁর থেকে শেখার আছে অনেক কিছু। সহ-অভিনেত্রী হিসেবে অত্যন্ত ভাল, প্রাণখোলা মানুষ রুকমা।'
অন্যদিকে চলতি বছরের মে মাস নাগাদ 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকের ঘোষণা করা হয়। বলা হয় এর গল্পের কাঠামো একেবারেই অন্য রকম হবে। অনেকেই বলেন, ভালবাসা অন্ধ - এই কথা কি সবসময়ই সত্যি? প্রকৃত স্বরূপ জানার জন্য মানুষ সবসময় কারও হৃদয়ের গভীরে তাকায় না, বরং মানুষ ক্ষণস্থায়ী সৌন্দর্যের দিকে তাকিয়ে হৃদয়কে উপেক্ষা করে। ধারাবাহিকের মুখ্য চরিত্র অন্নপূর্ণা ওরফে পূর্ণা তার বাবা ও পরিবারের সঙ্গে পুলিশ কোয়ার্টারে থাকে। সে খুব সুন্দরী, পড়াশোনায় মেধাবী এবং তার এক মাত্র লক্ষ্য হল বাবার স্বপ্ন পূরণ করা। পূর্ণা কি তার পরিবারের আশা ধরে রাখতে পারবে? সে কি খুঁজে পাবে তার মনের মানুষকে? কী হবে পূর্ণার স্বপ্নের? পূর্ণার চরিত্রে দেখতে পাওয়া যাবে রুকমা রায়কে। এই প্রেক্ষাপটেই শুরু হয় ধারাবাহিক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন