Elvish Yadav Arrested: নিষিদ্ধ বিষ আর সাপ নিয়ে পার্টি করায় গ্রেফতার! 'ভুয়ো খবর' বলে জল্পনা ওড়ালেন ইউটিউবার
Elvish Yadav Arrested: এই ঘটনাকে সম্পূর্ণ 'ভুয়ো' বলে দাবি করেছেন ইউটিউবার।
মুম্বই: সাপের বিষ নিয়ে রেভ পার্টি করে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার! এই খবর কার্যত বিদ্যুৎগতিতে ছড়িয়ে পরার পর থেকেই মুখ খোলেন এলভিস যাদব (Elvish Yadav)। তিনি জানান, এই সমস্ত খবর সম্পূর্ণ মিথ্যে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগই নেই। বরং, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত করেছে সেটা খুঁজতেও পুলিশকে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি।
ঠিক কী অভিযোগ ছিল এলভিসের বিরুদ্ধে? অভিযোগ, নয়ডার সেক্টর ৫১-র একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। সেখানে ভারতীয়দের সঙ্গে হাজির ছিল কিছু বিদেশিনীও। পুলিশ নিষিদ্ধ বস্তু ব্যবহারের খবর পেয়ে সেই পার্টিতে হানা দেয়। উদ্ধার হয় মোট ৯টি সাপ। এর মধ্যে ৫টি ছিল কোবরা। ওই পার্টি থেকে উদ্ধার হয়েছে সাপের বিষও, যা নিষিদ্ধ। এই ঘটনার পরেই, এলভিস সহ তাঁর একাধিক বন্ধুদের গ্রেফতার করেছে পুলিশ। গৌতম বুদ্ধ নগর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনাকে সম্পূর্ণ 'ভুয়ো' বলে দাবি করেছেন ইউটিউবার।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এলভিস বলেছেন, 'সকালে উঠেই দেখলাম, চারিদিকে ভুয়ো খবর ছড়িয়েছে আমি গ্রেফতার হয়েছি। তাও আবার নিষিদ্ধ নেশার জিনিসের সঙ্গে। আমি আমার অনুরাগীদের বলতে চাই, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে ইউপি পুলিশ তদন্ত করুক। আমি মাননীয় প্রধানমন্ত্রী, যোগী আদিত্যনাথজিকে বলব, এই ঘটনার সঙ্গে আমার ১ শতাংশও যোগ থাকে, তাহলে আমি সব দায় নিতে তৈরি। দয়া করে সঠিক তথ্য না জেনে ভুয়ো খবর ছড়াবেন না। এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।'
খবর এসেছিল, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এলভিসের একটি ভিডিও। সেখানে একটি সাপ নিয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। প্রকাশ্যে এসেছে সাপের বিষ নিয়ে এক তরুণীর নাচও। তবে এই সমস্ত খবর ও ভিডিওকে ভুয়ো বলে দাবি করেছেন ইউটিউবার।
View this post on Instagram
আরও পড়ুন: Subhasree Birthday: জন্মদিন উদযাপনেও মিশে রইল দ্বিতীয় সন্তানের অপেক্ষা, ৩৩ পূর্ণ করলেন শুভশ্রী