Trina Saha: শেষবারের মতো একসঙ্গে 'খড়কুটো' পরিবার, তৃণার ভিডিওতে ধরা রইল স্মৃতি
Khorkuto: ২ বছর ধরে চলা 'খড়কুটো' ধারাবাহিকের শেষ সম্প্রচার ছিল ২১ অগাস্ট। সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার শেষ হওয়ার পরে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তৃণা।
কলকাতা: ২ বছর ৪ দিন.. নেহাৎ কম সময় নয়। সমস্ত স্মৃতিকে কি একটা ফ্রেমে বন্দি করা এত সহজ? নাহ, পারেনি ছোটপর্দার গুনগুন-ও। কিন্তু তবুও, ধারাবাহিক শেষে , সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ফেলে আসা ২ বছরের টুকরো স্মৃতি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। আর তৃণা সাহা (Trina Saha)-র শেয়ার করা সেই ভিডিও দেখে আবেগে ভাসলেন 'খড়কুটো'-র অনুরাগীরা।
২ বছর ধরে চলা 'খড়কুটো' ধারাবাহিকের শেষ সম্প্রচার ছিল ২১ অগাস্ট। সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার শেষ হওয়ার পরে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তৃণা। সেখানে দেখা যাচ্ছে 'খড়কুটো' পরিবারের সবাইকে। কখনও সাজঘরে, কখনও আবার শ্যুটিং ফ্লোরে ক্যামেরার পিছনে, কেক কাটার সময়, ছোটখাটো হাসি-কান্নার মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।
আরও পড়ুন: Photoshoot Controversy: ফটোশ্যুট বিতর্কে ফের রণবীরকে তলব মুম্বই পুলিশের
ভিডিও শেয়ার করে তৃণা লিখেছেন, 'লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবালদাকে ধন্যবাদ আমায় গুনগুন হিসেবে বেছে নেওয়ার জন্য। 'খড়কুটো'-র গোটা টিমকে ধন্যবাদ আমায় ভালোবাসার জন্য। আমার সমস্ত দর্শক, পরিবারকে ধন্যবাদ আমায় এতটা ভালোবাসা দেওয়ার জন্য। যাঁরা আমার সমালোচনা করেছেন তাঁদেরও ধন্যবাদ আমায় আরও শেখার সুযোগ করে দেওয়ার জন্য, আরও ভালো কাজ করার জন্য। এই সফরটা কেবল একটা প্রোজেক্ট ছিল না। আমার জন্য একটা শিক্ষামূলক যাত্রাও ছিল।'
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় 'খড়কুটো' পরিবারের ছবি শেয়ার করে নিয়েছিলেন পটকা ওরফে অম্বরীশ। ধারাবাহিকের সেট থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন অম্বরীশ। সেখানে তিনি লিখেছিলেন, 'দীর্ঘ দু'বছরের পথচলা শেষ হল । আজ "খড়কুটো" ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে ঠিক দুপুর ২ টোয় । এত দিন ধরে আপনাদের এত ভালবাসা ও প্রশ্রয় পেয়ে আমরা ধন্য... সবাই ভালো থাকবেন' ।
View this post on Instagram