এক্সপ্লোর
Advertisement
লকডাউনের জের, লন্ডনে আটকে পড়লেন প্রিয়াঙ্কা-আফতাবরা
স্যাম হিউঘানের সঙ্গে হলিউডের নতুন এক রোমান্টিক ড্রামা ইয়োম ছবির শুটিংয়ে গত নভেম্বর থেকে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এদিকে, লন্ডনে স্ত্রী নিন ও মেয়ে নাভেয়ার সঙ্গে বড়দিন কাটানোর জন্য লন্ডনে আছেন আফতাব।
লন্ডন: করোনার নতুন স্ট্রেন ধরা পড়ার পর থেকেই ত্রস্ত গোটা ব্রিটেন। চতুর্থ দফায় সবথেকে কঠোরতম লকডাউন আরোপ করেছে বরিস জনসন সরকার। আর তার জেরে লন্ডনে আটকে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, আফতাব শিবদাসানির মতো একাধিক তারকা।
স্যাম হিউঘানের সঙ্গে হলিউডের নতুন এক রোমান্টিক ড্রামা ইয়োম ছবির শুটিংয়ে গত নভেম্বর থেকে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। হঠাৎই নেমে আসা লকডাউনের জেরে বাধ্য হয়ে বন্ধ হয়ে গিয়েছে শুটিং। জানা যাচ্ছে প্রোডাকশন হাউস ব্রিটেন সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যাতে মার্কিন মুলুকে ফিরে যাওয়ার ছাড়পত্র পান তাঁরা।
সূত্রের খবর, আপাতত প্রিয়াঙ্কা সহ গোটা সিনেমার ক্রুকেই বাধ্য হয়ে থাকবে হবে ইংল্যান্ডে। কারণ, করোনার এখনও পর্যন্ত সবথেকে মারাত্মক স্ট্রেন রুখতে ব্রিটেন সরকার কঠোরতম লকডাউনের মাঝে কোনও ফাঁকফোঁকর রাখছে না। ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতির জেরেই তাদের সঙ্গে বিমান যোগাযোগ ছিন্ন করে দিয়েছে ভারত সহ একাধিক দেশ। এর মাঝেই অবশ্য মার্কিন সরকারের সাহায্য নিয়ে যাতে সুস্থভাবে গোটা ক্রুকে দেশে ফেরানো যায়, সেই চেষ্টাই শুরু করেছে হলিউডের সিনেমা সংস্থাটি।
আটকে পড়েছেন আরও এক ভারতীয় আফতাব শিবদাসানি। লন্ডনে স্ত্রী নিন ও মেয়ে নাভেয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে বড়দিন কাটানোর লক্ষ্যেই গিয়েছিলেন তিনি। তবে এমনিতেই তাদের একেবারে ব্যক্তিগত পরিসরে ছুটি কাটানোর কথা ছিল। যদিও আপাতত লকডাউনে বাধ্য আটক থাকতে হচ্ছে তাঁকেও। ব্রিটেনের রাজধানী শহরেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে গত জুলাই থেকেই রয়েছেন সোনম কে আহুজা, ছুটির মরশুম তাদেরও কাটাতে হচ্ছে লকডাউনের আবহেই।
এদিকে, হলিউডের মতোই লন্ডনের লকডাউনের ধাক্কা পড়েছে বলিউডেও। নীনা গুপ্তা, কালকি কোয়েচলিনকে নিয়ে আগামী মাসের শেষ থেকে ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল গোল্ডফিস সিনেমার শুটিং, যা বাধ্য হয়ে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement