Umer Sharif Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত কমেডিয়ান উমর শরিফ, বয়স হয়েছিল ৬৬
প্রয়াত কমেডিয়ান উমর শরিফ। বয়স হয়েছিল ৬৬।
নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত কমেডিয়ান উমর শরিফ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬। পাকিস্তানের জনপ্রিয় কমেডিয়ান তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জার্মানিতে।
'রেডিও পাকিস্তান'-এর রিপোর্ট অনুযায়ী, উমর শরিফ জার্মানির এক হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। ওই রিপোর্ট অনুযায়ী, ৭ ঘণ্টা টানা এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে আমেরিকা পৌঁছতে হয় চিকিৎসার জন্য। এতক্ষণের সফরে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং হাসপাতালে ভর্তি করতে হয়।
Veteran Pakistani comedian Umer Sharif passed away in Germanyhttps://t.co/B0869BnVGX
— Radio Pakistan (@RadioPakistan) October 2, 2021
প্রসঙ্গত উল্লেখ্য, এক সংস্থার রিপোর্ট অনুযায়ী, সিন্ধ সরকার ৪০ মিলিয়ন টাকার অর্থসাহায্য ধার্য করেছিল এই কিংবদন্তী শিল্পীর চিকিৎসার জন্য, যাতে তাঁকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায়। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
তাঁর মৃত্যুর খবরে পাকিস্তানি বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমেছে। বিভিন্ন জনপ্রিয় তারকা প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আলি জাফর থেকে শুরু করে হুমায়ুন সইদ, সকলেই ট্যুইটে শোকজ্ঞাপন করেছেন।
আলি জাফর ট্যুইট করে লেখেন, 'কিংবদন্তী উমর শরিফ সাবের প্রয়াণে আমি বাকরুদ্ধ।'
Complete loss of words on passing away of the legendary Umar Sharif sahab. May Allah grant him the highest place in Jannah and give his family peace. Ameen.
— Ali Zafar (@AliZafarsays) October 2, 2021
একই কথা জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা-প্রযোজক হুমায়ুন সইদের ট্যুইটে। লেখেন, 'উমর শরিফ সাবের খবরে গভীরভাবে শোকাহত। নিঃসন্দেহে তিনি রাজা ছিলেন।'
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
— Humayun Saeed (@iamhumayunsaeed) October 2, 2021
Deeply saddened to learn about Umer Sharif sb. He was without any doubt the ultimate comedy king. May Allah bless his soul. We will miss you Umer bhai! pic.twitter.com/2EUOv9FmNk
শোকজ্ঞাপন করেছেন ভারতের বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মাও। ট্যুইট করে তিনি লেখেন, 'বিদায় কিংবদন্তী। আপনার আত্মার শান্তি কামনা করি।'
Alvida legend 🙏may your soul Rest In Peace 🙏🙏🙏 #UmerShareef pic.twitter.com/ks4vS4rdL0
— Kapil Sharma (@KapilSharmaK9) October 2, 2021
কমেডিয়ান হিসেবে উমর শরিফ মঞ্চে পারফর্ম্যান্সের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেন মাত্র ১৪ বছর বয়সে। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন, 'কিং অফ কমেডি'। কমেডিয়ান হওয়ার পাশাপাশি তিনি অভিনেতা, পরিচালক ও প্রযোজকও ছিলেন। তিনি ২০০৯ সালের বিখ্যাত ' দ্য শরিফ শো'-এর সঞ্চালকও ছিলেন।