এক্সপ্লোর
কঙ্গনাকে বিগ বি-র অনুরোধ, পরবর্তী ছবিতে সহ-অভিনেতা হিসেবে আমার নাম সুপারিশ করো
![কঙ্গনাকে বিগ বি-র অনুরোধ, পরবর্তী ছবিতে সহ-অভিনেতা হিসেবে আমার নাম সুপারিশ করো Unbelievable This Is What Amitabh Bachchan Tells Kangana Ranaut Every Time He Meets Her কঙ্গনাকে বিগ বি-র অনুরোধ, পরবর্তী ছবিতে সহ-অভিনেতা হিসেবে আমার নাম সুপারিশ করো](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/06105437/amitabh-bachchan-kangna-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অমিতাভ বচ্চনের মতো বড় মাপের অভিনেতার কাজ পাওয়ার জন্যে কাউকে কখনও কোনও সুপারিশ করার প্রয়োজন হয় না। তাঁর অভিনয় ক্ষমতা সম্পর্কে সকলেই অবহিত। কিন্তু মেগাস্টার যদি নিজেই কাউকে বলেন তাঁর ছবিতে সহ-অভিনেতা হিসেবে তিনি যেন বিগ বি-র নাম সুপারিশ করেন পরিচালক-প্রযোজকদের কাছে।সেটা কি আদও সম্ভব। কথাটা শুনে চমকে গেলেন! কিন্তু এমন ঘটনাই ঘটেছে। অমিতাভ এমনই কিছু অনুরোধ করেছেন সম্প্রতি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।
প্রতিভার এই দুই পাওয়ার হাউসই সম্প্রতি তাঁদের অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। অমিতাভ ‘পিকু’ ছবির জন্যে সেরার সম্মান পেয়েছেন, কঙ্গনা ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে তাঁর অভিনয়ের জন্যে।
‘তিন’ ছবির ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে তাঁর কাছে সাংবাদিকরা জানতে চান, কঙ্গনার সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নেওয়ার কোনও ইচ্ছে তাঁর আছে কিনা? তখনই সেই অপ্রত্যাশিত জবাবটি দেন বিগ বি। তিনি জানান বলিউডের বর্তমান কুইন (কঙ্গনার) তিনি ভীষণ বড় ভক্ত। শুধু ভক্তই নন, তাঁর যখনই কঙ্গনার সঙ্গে দেখা হয়, তখনই তিনি নাকি অভিনেত্রীকে অনুরোধ করেন, পরবর্তী ছবিতে তাঁকে সহ-অভিনেতা হিসেবে নেওয়ার জন্যে কঙ্গনা যেন তাঁর নাম সুপারিশ করেন। সত্যি বিগ বি এইজন্যেই কিংবদন্তী। তাঁর কৌতুকবোধ-রসবোধ সত্যিই প্রশংসনীয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)