![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Uorfi Javed: মুম্বইয়ে প্রকাশ্য রাস্তায় উরফিকে হেনস্থা! কী ঘটেছে তাঁর সঙ্গে?
Uorfi Javed Harassment Case : আরজি কর কাণ্ডের পরে যখন গোটা দেশ প্রশ্ন তুলছে নারী সুরক্ষা নিয়ে, তখন একজন পুরুষের কারণেই হেনস্থা হওয়ার ঘটনা সামনে আনলেন উরফি।
![Uorfi Javed: মুম্বইয়ে প্রকাশ্য রাস্তায় উরফিকে হেনস্থা! কী ঘটেছে তাঁর সঙ্গে? Uorfi Javed reveals being harassed publicly by 15-year-old in presence of her family Entertainment News Bollywood Uorfi Javed: মুম্বইয়ে প্রকাশ্য রাস্তায় উরফিকে হেনস্থা! কী ঘটেছে তাঁর সঙ্গে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/04/11aaf6b7d74c0fb0aa73df9327132d46172544741939849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রোজই তিনি এমন কিছু একটা করেন, যেখানে তিনিই রয়ে যান চর্চার কেন্দ্রে। কখনও তাঁর কথা, কখনও কাজ আবার কখনও পোশাক-আশাক... প্রত্যেকটা জায়গাতেই তিনি প্রমাণ করে দেন, তিনি কেন সবার থেকে আলাদা। উরফি জাভেদ (Uorfi Javed)। তবে একটা জায়গায় তিনি সবার সঙ্গেই একই রকম। দুর্ভাগ্যবশত একই হেনস্থার স্মৃতি রয়েছে তাঁরও। সোশ্যাল মিডিয়ায় সেই কথা একেবারে খোলাখুলি জানালের উরফি জাভেদ।
আরজি কর কাণ্ডের পরে যখন গোটা দেশ প্রশ্ন তুলছে নারী সুরক্ষা নিয়ে, তখন একজন পুরুষের কারণেই হেনস্থা হওয়ার ঘটনা সামনে আনলেন উরফি। মুম্বইয়ের একেবারে প্রকাশ্য রাস্তাতেই হেনস্থার শিকার হতে হল উরফিকে। সেই কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন উরফি। ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে? উরফি জানালেন, মুম্বইয়ের প্রকাশ্য রাস্তায় তিনি যখন পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছিলেন পোশাক পরে, সেই সময়ে রাস্তায় দিয়ে যাচ্ছিল একদল ছেলে। কেবল উরফি নন, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সবাইও। ওই ছেলেদের দলের মধ্যে একজন হঠাৎ উরফিকে উদ্দেশ্য করে বলে ওঠে, 'তোমার শরীরের মাপ কত'? উরফির কথায়, 'ছেলেটির বয়স বড়জোর বছর ১৫ হবে। আমার গোটা পরিবারের সামনে, মায়ের সামনে এমন কথা বলা সত্যিই অপমানজনক। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে যাই।'
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে উরফির নতুন ওয়েব সিরিজ 'ফলো কর লো ইয়ার'। উরফির জীবনের বিভিন্ন ব্যক্তিগত বিষয়কে তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন উরফি। সেখানে যেমন উঠে এসেছে তাঁর ছোটবেলার কথা, তেমনই উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, বিভিন্ন সমস্যা ও কঠিন সময়ের কথা। উরফি বলেছেন, একসময়ে তাঁকে মনোবিদের কাছেও যেতে হয়েছিল। কারণ তাঁর নাকি কিছুই ভাল লাগত না। সেই সময়ে মনোবিদের পরামর্শ নিতে হয়েছিল উরফিকে।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)