Netflix App New Feature: ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এল নয়া আপডেট, কী সুবিধা মিলবে?
Netflix Update: কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম সমস্ত ডিভাইস জুড়ে তার অ্যাপগুলিতে একটি আপডেট আনতে শুরু করেছে। নতুন সংস্করণটি আপনার 'কন্টিনিউ ওয়াচিং' তালিকা পরিষ্কার করার সুযোগ নিয়ে আসবে।
নয়াদিল্লি: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স' (Netflix) ঘোষণা করেছে যে ব্যবহারকারীরা এখন 'কন্টিনিউ ওয়াচিং' (Continue Watching) তালিকা থেকে কনটেন্ট (Content) মুছে ফেলতে পারবেন।
অনেক সময়ই নিশ্চয় এমন হয়েছে যে কোনও একটা সিরিজ বা সিনেমা দেখতে শুরু করেছেন নেটফ্লিক্সে কিন্তু খানিক দেখার পর আর ভাল লাগছে না। তখন সাধারণত সেখান থেকে বেরিয়ে আসা হয়। কিন্তু ফের অ্যাপ বা ওয়েবসাইট খুললেই 'কন্টিনিউ ওয়াচিং' অপশনে সেই অর্ধেক দেখা সিরিজ বা সিনেমার নামগুলো জ্বলজ্বল করতে থাকে। এবার সেই সমস্যা থেকে রেহাই দিচ্ছে নেটফ্লিক্স।
কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম সমস্ত ডিভাইস জুড়ে তার অ্যাপগুলিতে একটি আপডেট আনতে শুরু করেছে। নতুন সংস্করণটি আপনার 'কন্টিনিউ ওয়াচিং' তালিকা পরিষ্কার করার সুযোগ নিয়ে আসবে। অর্থাৎ নেটফ্লিক্স ব্যবহারকারীরা এখন থেকে এই বিভাগে থাকা শো বা সিনেমাগুলি সরিয়ে ফেলতে পারেন যেগুলি তাঁরা আর দেখতে চান না।
কীভাবে কাজ করবে এই আপডেট? যে শো বা সিনেমা বা সিরিজ আপনি আর দেখতে চান না, 'কন্টিনিউ ওয়াচিং' তালিকায় সেই নির্দিষ্ট শো বা সিনেমা বা সিরিজে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে 'রিমুভ ফ্রম কন্টিনিউ ওয়াচিং' অপশনে ক্লিক করলেই সেই নির্দিষ্ট কন্টেন্ট আপনার তালিকা থেকে মুছে যাবে। তবে আবার 'ব্যাক অ্যারো'র সাহায্যে সেই কন্টেন্ট ফিরিয়েও আনতে পারবেন।
আরও পড়ুন: Sunil Grover Heart Surgery : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কমেডিয়ান সুনীল গ্রোভার
নেটফ্লিক্স একটি নতুন ব্লগ পোস্টে এই আপডেটের কথা ঘোষণা করেছে। সংস্থার কথায় এই ফিচারটি ওয়েব, মোবাইল ও টিভি অ্যাপে এরই মধ্যে মিলছে। এই সুবিধার কথা দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা বলেছিলেন এবং অবশেষে তাতে সাড়া দিয়েছে সংস্থা।
গত ডিসেম্বর মাসেই ভারতে দামও কমানো হয় নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের। 'মোবাইল ওনলি প্ল্যান' অর্থাৎ যে প্ল্যান ভরালে শুধু ফোন থেকে অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্স দেখা যাবে, সেই প্ল্যানের দাম শুরু হচ্ছে প্রতি মাসে ১৪৯ টাকা থেকে। আগে যা ছিল প্রতি মাসে সর্বনিম্ন ১৯৯ টাকা। প্রত্যেক গ্রাহকের জন্য নতুন প্ল্যান লাগু হয়। দেশে গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্যই মূলত এই পদক্ষেপ নেয় 'নেটফ্লিক্স'।