Jungle Safari: জঙ্গলে আচমকা বাঘের মুখোমুখি নেকড়ে! তারপর?
Wolf Met Tiger: নেট দুনিয়ায় তেমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে বাঘ ও নেকড়ের দেখা হওয়ার পরের ঘটনা সামনে এসেছে।

মুম্বই: রাজস্থানে জঙ্গল সাফারি হচ্ছিল। তারইমাঝে বাঘের (Tiger) সঙ্গে দেখা হয়ে গেল এক নেকড়ের (Wolf)। কী হল তারপর? নেট দুনিয়ায় তেমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে বাঘ ও নেকড়ের দেখা হওয়ার পরের ঘটনা সামনে এসেছে।
জঙ্গলের মাঝে বাঘ ও নেকড়ের দেখা-
সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan) নিজের সোশ্যাল মিডিয়াহ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থানে তিনি জঙ্গল সাফারি করছিলেন। সেখানেই তাঁর দেখা হয়ে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে। সকলেই জানেন, শেষবার বরুণ ধবনকে দেখা গিয়েছে 'ভেড়িয়া' ছবিতে। তাই তিনি নিজেকে 'ভেড়িয়া' বা নেকড়ে বলে উল্লেখ করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, 'যখন নেকড়ের দেখা হয়ে যায় বাঘের সঙ্গে।' ভিডিওতে দেখা যাচ্ছে, বরুণ ধবনদের গাড়ির খুব কাছ দিয়েই হেঁটে চলে গেল একটি বাঘ। আর তা ক্যামেরাবন্দি করতে দেরি করেননি অভিনেতা।
">
আরও পড়ুন - Tunisha Sharma Case: তুনিশা মৃত্যুকাণ্ডে এবার বিস্ফোরক অভিযুক্ত শিজানের বোন
বরুণ ধবনকে শীঘ্রই দেখা যাবে জাহ্নবী কপূরের বিপরীতে 'বাওয়াল' ছবিতে। এছাড়াও একাধিক ছবি রয়েছে তাঁর হাতে।
">























