(Source: ECI/ABP News/ABP Majha)
Tunisha Sharma Case: তুনিশা মৃত্যুকাণ্ডে এবার বিস্ফোরক অভিযুক্ত শিজানের বোন
Tunisha Sharma Death Case: অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান খানকে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।
মুম্বই: গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয় তুনিশা শর্মার (Tunisha Sharma) ঝুলন্ত দেহ। ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তুনিশা। শুধু তাই নয়, বড় পর্দাতেও একাধিক ছবিতে তাঁকে দেখা গিয়েছে। প্রাথমিক তদন্তে যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আত্মঘাতীই হয়েছেন তুনিশা। যদিও অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুকে খুন বলেই দাবি করা হয়েছে। পাশাপাশি অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান খানকে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। তুনিশা শর্মা মৃত্যু মামলায় এবার মুখ খুললেন অভিযুক্ত শিজান খানের বোন ফলক নাজ।
তুনিশা মৃত্যুকাণ্ড প্রসঙ্গে ফলক নাজ-
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তুনিশা শর্মার মৃত্যুকাণ্ড নিয়ে মুখ খোলেন শিজান খানের বোন ফলক নাজ। তিনি সরাসরি আঙুল তোলেন কিছু পোর্টালের দিকে, যাঁরা তুনিশা এবং শিজানকে নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন। তিনি লেখেন, 'আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে এটা দেখে যে, কীভাবে আমাদের নিরবতাকে দুর্বলতা মনে করা হচ্ছে। এটাকেই হয়তো লোকে ঘোর কলিযুগ বলে। কীভাবে কোনও পোর্টাল এমন সমস্ত কথা লিখতে পারে। তাঁদের কি কোনও সাধারণ বুদ্ধি নেই? যাঁরা শিজানের দিকে আঙুল তুলছেন, তাঁরা একবার নিজেদেরকে প্রশ্ন করুন যে কোন পরিস্থিতি নিয়ে কথা বলছেন। নিজেকে প্রশ্ন করুন যে, পরিস্থিতি নাকি ধর্ম, কোনটা বেছে নেবেন। নাকি আপনারা পুরনো ঘটনা নিয়ে ভাববেন। দয়া করে আপনারা দূরে থাকুন। কিছু সংবাদমাধ্যমের সাংবাদিকতা কি শুধুই টিআরপির উপর নির্ভর করে? আপনারদের একবার সঠিক তথ্যসূত্র দেখে নেওয়া দরকার নয় কি? দয়া করে বোকার মতো কাজ করবেন না।'
">
তিনি আরও লেখেন, 'আমরা দেখেছি এবং সেই সমস্ত সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা সঠিক তথ্য প্রদান করছেন এবং ভুয়ো খবর ছড়াচ্ছেন না। আমাদের আপনাদের মতো মানুষই পাশে দরকার। এটা অত্যন্ত দুঃখজনক যেভাবে শিজানকে আক্রমণ করা হচ্ছে। গল্প বানিয়ে, তার সঙ্গে ধর্মকে টেনে এনে অহেতুক এটা করা হচ্ছে। কীভাবে মানুষ এমন হতে পারে। ঈশ্বর তুনিশাকে আশীর্বাদ করুন। আশা করি ও এখন ভালো জায়গায় আছে।'