Vasu Bhagnani: ছবির পরিচালক, কর্মীদের টাকা দিচ্ছেন না, বকেয়া ৬৫ লক্ষ- বাসু ভাগনানির উপর ক্ষুব্ধ ফেডারেশন
Vasu Bhagnani Debt: 'মিশন রানিগঞ্জ' (Mission Ranigunj) ছবির পর 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির প্রযোজনা করেছেন বাসু ভাগনানি। সেই ছবির কলাকুশলীদের বকেয়া এখনও মেটাননি তিনি, এমনই অভিযোগ উঠেছে।
নয়াদিল্লি: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে 'পূজা এন্টারটেইনমেন্ট'-এর প্রযোজক বসু ভাগনানি (Vasu Bhagnani) গলা অবধি দেনায় ডুবে আছেন। প্রায় ২৫০ কোটি টাকার দেনা হয়ে গিয়েছে তাঁর। 'মিশন রানিগঞ্জ' ছবির প্রযোজনা করেছেন বসু ভাগনানি, এছাড়া টাইগার শ্রফ অভিনীত 'গণপথ' ছবির প্রযোজকও ছিলেন তিনি। এবারে তাঁর বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। বাসু ভাগনানির উপর চটল ফেডারেশন। জানা গিয়েছে, 'মিশন রানিগঞ্জ' (Mission Ranigunj) ছবির পরিচালক সহ সমস্ত কলাকুশলীদের টাকা এখনও দেননি তিনি, বকেয়ার অঙ্ক দাঁড়িয়েছে ৬৫ লক্ষ টাকা। কয়েকদিন আগে দেনা মেটাতে মুম্বইয়ের সাত তলার বিলাসবহুল অফিসটিও নাকি বিক্রি করে দিয়েছে বাসু ভাগনানির 'পূজা এন্টারটেইনমেন্ট' (Pooja Entertainment), এমন কথা শোনা যাচ্ছিল। তবে এবার ফের তাঁকে ঘিরে চর্চা তুঙ্গে।
'মিশন রানিগঞ্জ' (Mission Ranigunj) ছবির পর 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির প্রযোজনা করেছেন বাসু ভাগনানি। সেই ছবির কলাকুশলীদের বকেয়া এখনও মেটাননি তিনি, এমনই অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, 'মিশন রানিগঞ্জ' ছবির পরিচালক টিনু দেশাই, অভিনেতা অক্ষয়কুমার, টাইগার শ্রফ প্রমুখ কেউই নাকি পুরো টাকা পাননি এখনও। আর বকেয়া টাকা না মেটানোর অভিযোগ জানানো হয় ফেডারেশনের কাছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি জানিয়েছেন, তিনটি ছবি মিলিয়ে কলাকুশলীদের এখনও ৬৫ লক্ষ টাকা বকেয়া আছে। শুধুমাত্র 'মিশন রানিগঞ্জ'-এর পরিচালক তিনু দেশাইয়েরই প্রাপ্য প্রায় ৩৩ লক্ষ টাকা।
এখানেই শেষ নয়, টাইগার শ্রফ, অক্ষয়কুমার ছাড়াও সোনাক্ষী সিনহা, মানুষী চিল্লারের পারিশ্রমিকও পুরোপুরি মেটাননি বাসু ভাগনানি। জানা গিয়েছে, পারিশ্রমিক ছাড়াই ছবির প্রচারে গিয়েছিলেন অভিনেত্রীরা। ১৯ মার্চ ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের কাছে একটি অভিযোগে পরিচালক দেশাই জানানা যে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৩ সালের ৬ অক্টোবর পর্যন্ত 'মিশন রানিগঞ্জ' ছবিতে কাজ করেছেন তিনি। চুক্তি অনুযায়ী তাঁর প্রাপ্য ছিল ৪ কোটি ৩ লক্ষ ৫০ হাজার টাকা, কিন্তু তাঁকে এখনও অবধি দেওয়া হয়েছে ৩ কোটি ৭০ লক্ষ ৩৬০৯২ টাকা। ফলে ৩৩ লক্ষ টাকা কেবল তারই প্রাপ্য। পূজা এন্টারটেইনমেন্টকে বহুবার জানানোর পরেও তাঁকে সেই টাকা মেটানো হয়নি বলেই জানিয়েছেন পরিচালক। এমনকী তিনি জানান যে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জুলাই মাসের মধ্যে সব বকেয়া শোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তিনু দেশাই ক্ষোভ উগড়ে বলেন যে, এটা খুবই অন্যায়। তাঁর নিজেরা বিলাসবহুল জীবনযাপন করছেন। কিন্তু টাকা মেটানোর কথা এলেই তারা অজুহাত দিচ্ছেন। এর আগেও ইমেল পাঠানো হলে ছেলে জ্যাকি ভাগনানির বিয়ের অজুহাত দেওয়া হয়েছিল। তবে এবার জুলাইয়ের মধ্যে টাকা না মেটালে কোনও কলাকুশলী আর তাদের ছবিতে কাজ করবে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, স্পটবয় থেকে শুরু করে নানা বিভাগে কাজ করেছে এমন মোট ৪৮ হাজার কর্মী রয়েছে। কর্মীরা এখন অসহায়। অভিনেতা-অভিনেত্রীরা আগে টাকা পান, কলাকুশলীরা পান না। তাদের ইন্ডাস্ট্রিতে কোনও চাকরির নিশ্চয়তা নেই। কষ্টার্জিত টাকা পেতে তাদের অনেক সময় বহু মাস অপেক্ষা করতে হয়।
আরও পড়ুন: Sonu Nigam-Asha Bhosle: সকলকে অবাক করে গোলাপ জল দিয়ে আশা ভোঁসলের পা ধুইয়ে দিলেন সোনু নিগম!