এক্সপ্লোর
Deepika Padukone-Ranveer Singh: বিয়ের পরে থেকেছেন এই ফ্ল্যাটেই, স্মৃতি বিজড়িত সেই আস্তানা ভাড়া দিয়ে দিলেন দীপবীর!
Deepika Padukone and Ranveer Singh News: মেয়ে হওয়ার পরেই ঠিকানা বদল করেছিলেন তাঁরা। আর এবার তাঁদের সেই সাধের ফ্ল্যাট ভাড়া দিয়ে দিলেন দীপিকা ও রণবীর!
সাধের ফ্ল্যাট হাতছাড়া দীপিকার?
1/10

মেয়ে দুয়া জন্মের পরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূরের জীবনে বদল? হাতছাড়া হচ্ছে দীপিকা রণবীরের সাধের ফ্ল্যাট!
2/10

গত বছরও কর্ণ জোহরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের প্রভাদেবীর ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তাঁরা কী ভাবে একসঙ্গে সময় কাটান, নিশুতি রাতে সারা শহর যখন ঘুমোয় তাঁরা কী ভাবে নাচেন, একান্ত যাপন করেন, সে সব কথাই উঠে এসেছিল সেই সাক্ষাৎকারে
Published at : 20 Nov 2024 09:55 PM (IST)
আরও দেখুন






















