Kishore Nandlaskar passes away: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা কিশোর নন্দলস্কর
হিন্দির পাশাপাশি মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অত্যন্ত পরিচিত মুখ ছিলেন কিশোর ৷
মুম্বই: করোনা কেড়ে নিল মুম্বইয়ের আরেক অভিনেতার প্রাণ ৷ প্রয়াত অভিনেতা কিশোর নন্দলস্কর ৷ ‘বাস্তব’, ‘সিংঘম’, ‘সিম্বা’-র মতো একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর ৷ আজ, মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ হিন্দির পাশাপাশি মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অত্যন্ত পরিচিত মুখ ছিলেন কিশোর ৷
কিশোর নন্দলস্করের নাতি অনীশ এবিপি নিউজকে জানান, ‘‘ আমার ঠাকুর্দার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরার পরেই থানের একটি কোভিড-১৯ সেন্টারে তাঁকে ভর্তি করা হয় ৷ গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি হন তিনি ৷ ওই কোভিড সেন্টারে এদিন দুপুর সাড়ে ১২টা থেকে ১ টার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ ’’
অনীশ আরও জানান, ‘‘ তাঁর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ৷ তারপরেই তাঁকে ভর্তি করা হয় কোভিড সেন্টারে ৷ ওঁর অক্সিজেন লেভেল দ্রুত পড়তে থাকে ৷’’
মারাঠি সিনেমা এবং সিরিয়ালের জগতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন কিশোর ৷ এর পাশাপাশি বিভিন্ন হিন্দি ছবিতে গত দু’দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন তিনি ৷ ১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবি দিয়েই বড় পর্দায় কিশোর নন্দলস্করের অভিষেক ঘটে ৷ ‘মিস ইউ মিস’, ‘ভবিশ্যাচি আইশি তাইশি’, ‘গাওন থোর পুঢারি চোর’, ‘জারা জাপুন কারা’, ‘হেল্লো গন্ধে স্যর’, ‘মধ্যমবর্গ- দ্য মিডল ক্লাস’-এর মতো একাধিক মারাঠি ছবিতে অভিনয় করেছেন কিশোর ৷
মাত্র কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা সতীশ কৌল। পঞ্জাবের লুধিয়ানায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ ৬৬ বছরের অভিনেতাকে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মহাভারত এবং বিক্রম অউর বেতালেও দেখা গিয়েছে। মহাভারতে তিনি ভগবান ইন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন ৷ তার অল্প কিছুদিন যেতে না যেতেই ফের আরেক অভিনেতা হলেন মারণ ভাইরাসের শিকার ৷