এক্সপ্লোর
Advertisement
সমঝোতা করেননি, তাই বলিউডে সাফল্য পাননি তিনি, বললেন অরুণা ইরানি
মুম্বই: বলিউডে সব ধরনের শোষণ চলে, কেউ সে সম্পর্কে মুখ খোলে না। বর্ষীয়াণ অভিনেত্রী ডেইজি শাহের ছোটবেলায় ধর্ষণের শিকার হওয়া সম্পর্কে বললেন অরুণা ইরানি।
অরুণা বলেছেন, কোনওমতেই সমঝোতা করতে রাজি না হওয়ায় বলিউডে তেমন জায়গা করতে পারেননি তিনি। যারা তাঁকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করত, তাদের সামনে তিনি ভান করতেন, যেন তাদের কথা বুঝতে পারছেন না। কিন্তু এভাবে কতদিন বাঁচা সম্ভব ছিল! তাই তারা যখন তাঁর দিকে অসৎ উদ্দেশ্যে এগিয়ে আসত, তিনি হেসে তাদের উড়িয়ে দিতেন। এর ফলে তখন হয়তো বাঁচতেন কিন্তু সেই সব প্রযোজক, পরিচালকের পরের ছবিটা আর মিলত না। তারা আর কাজ দিত না তাঁকে।
অরুণা জানিয়েছেন, বলিউডে সকলেই জানে, যে এমন ঘটনা ঘটে নিয়মিত। রণধীর কপূর নাকি এ নিয়ে তাঁর সঙ্গে হাসাহাসিও করতেন। একবার হয়তো তিনি বড় চরিত্র পেলেন কিন্তু সমঝোতায় রাজি না হওয়ায় সেই প্রযোজকই আর তেমন চরিত্রে ডাকলেন না তাঁকে।
কিন্তু রোজগার ছাড়া আর কোনও কিছুকে গুরুত্ব দেননি অরুণা। ৮ ভাইবোনের সবথেকে বড় হওয়ায় তাঁকে সংসার চালাতে হত। তাই যে কাজই আসত, করতেন। বলিউডে এক নম্বর নায়িকা হওয়ার কোনও উচ্চাশা ছিল না তাঁর। তাঁকে লোভ দেখানো হয়েছে ঠিকই কিন্তু জোর করা হয়নি, করা হয়নি ধর্ষণ। জানিয়েছেন তিনি।
এ ধরনের ঘটনা বলিউডে খুব কম ঘটে বলে অরুণা মনে করেন। সমঝোতার বিনিময়ে অভিনয়ের সুযোগ দেওয়া হয় ঠিকই কিন্তু তা কারও ওপর জোর ফলিয়ে নয়। ঘটনার সময় কেউ অভিযোগও করে না। যদি রাজি না হও, কাজ পাবে না। এর বেশি আর কী ঘটতে পারে? প্রশ্ন অরুণার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement