Vicky Kaushal: আমার আর ক্যাটরিনার বিয়ে যেন 'পরাঠা ওয়েডস প্যানকেক' : ভিকি
Katrina Kaif: নিজেদের বিয়েকে 'পরাঠা ওয়েডস প্যানকেক' বলেছেন ভিকি। কারণ পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা ভিকির প্রিয় খাবার পরোটা, অন্যদিকে ক্যাটরিনার পছন্দের জলখাবার প্যানকেক
মুম্বই: তাঁদের বিয়েকে তিনি বিবরণ দেয়, 'পরাঠা ওয়েডস প্যানকেক' বলে। একজন এক্কেবারে পাঞ্জাবি পরিবারের ছেলে, অপরজনের জন্ম ব্রিটেনে। কিন্তু তাঁদের এই অমিলই যেন সম্পূর্ণ করে তোলে একে অপরকে, নজর কাড়ে তাঁদের রসায়নও। ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)।
কয়েকমাস আগেই আরব সাগরের ধারে বিলাশবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকি ও ক্যাটরিনা। হামেশাই সেই অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে ছবি শেয়ার করে নেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর সেই ছবির প্রচারে এসেই, নিজেদের দাম্পত্য, সংসার চালানো নিয়ে মুখ খুললেন ভিকি।
অভিনেতা জানান, সপ্তাহের একদিন ক্যাটরিনা একেবারে ভারতীয় গৃহবধূ হয়ে ওঠেন। সেদিন তিনি, বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকে নিয়ে, হিসেবের খাতা নিয়ে বসেন। ধরে ধরে যাবতীয় সংসারের হিসেব করেন তিনি। আর সেটা পপকর্ন হাতে নিয়ে বসে উপভোগ করেন ভিকি।
নিজেদের বিয়েকে 'পরাঠা ওয়েডস প্যানকেক' বলেছেন ভিকি। কারণ পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা ভিকির প্রিয় খাবার পরোটা, অন্যদিকে ক্যাটরিনার পছন্দের জলখাবার প্যানকেক। তবে ভিকির মায়ের হাতের রান্না ক্যাটরিনা ভীষণ পছন্দ করেন বলেই জানিয়েছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরে ভিকি শেয়ারও করে নিয়েছিলেন ক্যাটরিনার হাতের রান্নার ছবি। বিয়ের পরে ভিকি ও তাঁর পরিবারের জন্য ক্ষীর বানিয়েছিলেন ক্যাটরিনা।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া ভিকি কৌশল ও সারা আলি খানের (Sara Ali Khan)-এর 'জরা হটকে জরা বঁচকে' খানিক হালকা কমেডি ঘরানার ছবি। পয়সা উসুল এই ছবির গান এবং দুই তারকার উপস্থিতিই মূলত দর্শককে হলমুখী করছে বলে মতামত ফিল্ম সমালোচকদের। নিজের বাড়ি কেনার জন্য মধ্যবিত্ত কোনও পরিবার কতটা দূর পর্যন্ত যেতে পারে, কী কী পদক্ষেপ নিতে পারে সেই নিয়েই এই গল্প। সৌম্য ও কপিলের এই গল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ জুন।
আরও পড়ুন: Tips to avoid foodborne risks: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?
আরও পড়ুন: World Food Safety Day 2023: 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?