ABP Ananda Khaibarpass: এবার বাগবাজারে খাইবার পাস, আজ খাইবারপাসের দ্বিতীয় দিন
ABP Ananda Live: শীতের আমেজে রসনা তৃপ্তির হরেক পদ নিয়ে, এবার বাগবাজারে খাইবার পাস। চলবে ২৬ তারিখ পর্যন্ত। দুপুর ১টা থেকে রাত ১০টা।
সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল CBI
আর জি কর মেডিক্যাল কলেজে পিজিটি তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল CBI. চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করেছে CBI. সোমবার তার শুনানি হওয়ার কথা।
আজও কুয়াশার দাপট, কোথায় কোথায় বন্ধ ফেরি পরিষেবা
কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় আজও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, গণ পরিবহণে তার প্রভাব পড়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-শাঁখাই, ও কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া-শাঁখাই ঘাটটি কেতুগ্রাম সহ বীরভূম ও মুর্শিদাবাদের একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ফেরিঘাট। অন্যদিকে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটটি নদিয়ার সঙ্গে যোগাযোগকারী একমাত্র ফেরিঘাট। কুয়াশার দাপটে ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় বহু যাত্রী।



















