Vicky Kaushal Update: 'এত ভালবাসা পেয়ে আমি কৃতজ্ঞ,' পোস্টে বিশেষ বার্তা ভিকি কৌশলের
Vicky Kaushal Update: এদিন ইনস্টাগ্রামে 'সর্দার উধম' সিনেমার একটি ছবি পোস্ট করেন ভিকি। রক্তাক্ত মৃতদেহের স্তূপের পাশে বসে রয়েছেন তিনি। ছবি মুক্তির দুই মাস পূর্তিতে নস্ট্যালজিক ভিকি।
নয়াদিল্লি: ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'সর্দার উধম' (Sardar Udham) ছবিটি রীতিমতো আলোড়ন ফেলেছিল সিনেপ্রেমীদের মধ্যে। আজ সেই ছবি মুক্তির দুই মাস পূর্ণ হল। সেই উপলক্ষ্যে নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ছবি পোস্ট করেন অভিনেতা।
এদিন ইনস্টাগ্রামে 'সর্দার উধম' সিনেমার একটি ছবি পোস্ট করেন ভিকি। রক্তাক্ত মৃতদেহের স্তূপের পাশে বসে রয়েছেন তিনি। ক্যাপশনে লেখেন, 'এই ছবিটি আমার জন্য একজন শিল্পী ও একজন মানুষ হিসেবে শিক্ষণীয় সফর। যে ভালবাসা এখনও পেয়ে চলেছি তার জন্য কৃতজ্ঞ।'
View this post on Instagram
দুই মাস আগে মুক্তি পায় 'সর্দার উধম'। বিয়ের আগে এটিই তাঁর শেষ ছবি। এই সিনেমায় তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগী থেকে সমালোচক, সকলেই।
আরও পড়ুন: Liger Release Date: বলিউডে বিজয় দেবেরাকোন্ডা, বিশ্বজুড়ে কবে মুক্তি পাচ্ছে 'লাইগার'?
এছাড়া ভিকি কৌশল আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি 'স্যাম বাহাদুর' (Sam Bahadur) নিয়ে। মেঘনা গুলজারের (Meghna Gulzar) পরিচালনায় এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে সানিয়া মলহোত্র (Sanya Malhotra) ও ফাতিমা সানা শেখকে (Fatima Sana Shaikh)। এই ছবির হাত ধরেই ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন 'দঙ্গল সিস্টার্স'।