Vicky Kaushal News: কলকাতায় ভিকি কৌশল, শ্যুটিং করবেন কলকাতা আর ব্যারাকপুরে
Vicky Kaushal in Kolkata: আজ সকালেই কলকাতায় এসে পৌঁছন অভিনেতা ভিকি কৌশল। সকাল সাড়ে নটা নাগাদ চার্টার্ড বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।
কলকাতা: ‘স্যাম বাহাদুর’ ছবির শ্যুটিং করতে কলকাতায় ভিকি কৌশল (Vicky Kaushal)। কালো শার্ট, প্যান্ট হুডিতে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন বলিউড তারকা।
আজ সকালেই কলকাতায় এসে পৌঁছন অভিনেতা ভিকি কৌশল। সকাল সাড়ে নটা নাগাদ চার্টার্ড বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। মঙ্গলবার থেকে ব্যারকপুর সেনা ছাউনিতে ৪ দিন সিনেমার শ্যুটিং শুরু করবেন তিনি। শুধু ব্যারাকপুরেই নয়, তারপর কলকাতায় ফোর্ট উইলিয়মেও শ্যুটিং হবে।
পরিচালক মেঘনা গুলজারের ফিল্ম ‘স্যাম বাহাদুর’-এর শ্যুটিংয়ের জন্য কলকাতায় এসেছেন তিনি। এটি ভারতের প্রথম ফিল্ড মার্শাল জেনারেল স্যাম মানেকশর বায়োপিক। ইতিমধ্যেই এই সিনেমায় ভিকি কৌশলের ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: Monami with Haami 2: কেক মিক্সিংয়ে 'হামি ২'-এর খুদেদের সঙ্গে হাত লাগালেন মনামী-নন্দিতা
অক্টোবর মাসে সিনেমাটির প্রথম শিডিউলের শ্যুটিং রাপ আপ করেন ভিকি। প্রথম শিডিউলে তিনি টানা প্রায় দু’মাস ধরে ভারতের পাঁচটি শহরে শ্যুটিং করেছেন। এবার শ্যুটিং শুরু হবে কলকাতায়। ব্যারাকপুর এবং কলকাতা মিলিয়ে ভিকির এই শিডিউল প্রায় এক সপ্তাহের।
এদিন কলকাতা বিমান বন্দরে নামার আগে বিমান থেকে তোলা একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক মেঘনা গুলজার। সান্য মালহোত্র এবং ফতিমা সানা শেখও অভিনয় করছেন এই সিনেমায়।