বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল ভিডিও, সলমন খানের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ করলেন ভিকি কৌশল!
বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর রাজস্থানেই বিয়েটা সেরে ফেলতে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। অনুরাগীরা দুই পছন্দের তারকার বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত।
মুম্বই: বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তাঁরা দুজনেই এই খবরের সত্যতা স্বীকার করেননি। এমনকী তাঁদের মধ্যে যে কোনও ভালোবাসার সম্পর্ক আছে, এমন কথাও অফিশিয়ালি ঘোষণা করেননি। তারপরও নানা জায়গায় ক্যাটরিনা কাইফের সঙ্গে একান্তে দেখা পাওয়া গিয়েছে 'উরি' অভিনেতার। তাই 'যা রটে তার কিছুটা তো বটে' মনে করেই দুই তারকার মধ্যে সম্পর্কে কথা আন্দাজ করে নিয়েছেন অনুরাগীরা। ইতিমধ্যেই শোনা গিয়েছে, চলতি বছর ডিসেম্বরেই রাজস্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। আর এই বিয়ের গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে একটি পুরনো ভিডিও। যেখানে বলিউড ভাইজান সলমন খানের সামনেই ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে।
বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর রাজস্থানেই বিয়েটা সেরে ফেলতে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। অনুরাগীরা দুই পছন্দের তারকার বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত। যদিও বিয়ে প্রসঙ্গে মুখ খোলেননি ক্যাটরিনা থেকে ভিকি কেউই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে পুরনো ভিডিও পোস্ট হয়েছে, ভিকি, ক্যাটরিনার বিয়ের গুঞ্জনের মাঝে তা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি আসলে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। সেখানেই সকলের সামনে ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ভিকি কৌশল। আর ভিকির কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে লজ্জায় লাল হয়ে যেতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।
ভিডিওটিতে ভিকি কৌশলকে ক্যাটরিনা কাইফের উদ্দেশ্যে বলতে দেখা যাচ্ছে, 'কেন তুমি ভিকি কৌশলের মতো একটি ছেলে খুঁজে নিচ্ছ না আর ওকে বিয়ে করছ না? এখন বিয়ের মরশুম চলছে। তাই আমি মনে করলাম তুমিও হয়তো বিয়ে নিয়ে এমন কিছু ভাবছ। তাই তোমাকে জিজ্ঞাসা করেই ফেললাম।' ভিকি কৌশলের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে ক্যাটরিনা কাইফ 'কী?' বলে প্রশ্ন করেন। এমন পরিস্থিতির মাঝেই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সলমন খানের জনপ্রিয় গান 'মুঝসে শাদি করোগি'। ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠতেই ভিকি কৌশলও গেয়ে ওঠেন, 'মুঝসে শাদি করোগি?' এমন পরিস্থিতিতে লজ্জায় লাল হয়ে যান ক্যাটরিনা কাইফ। উল্লেখযোগ্যভাবে সলমন খানকে এই ভিডিওতেই দেখা গিয়েছে বারবার।
সেই ভিডিওতেই অন্য একটি দৃশ্যে দেখা যাচ্ছে, জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা ভিকি কৌশলকে বলছেন, 'আজকাল বিড়ালও যদি আপনার সামনের রাস্তা দিয়ে চলে যায়, তাহলে আপনি কিছু মনে করেন না। কারণ, আপনার তো 'ক্যাট' পছন্দের।' কপিল শর্মার এমন কথা শুনে এবার লজ্জায় লাল হয়ে যেতে দেখা যায় ভিকি কৌশলকে। ফলে সবমিলিয়ে যা আন্দাজ করার অনুরাগীরা কিছুটা তো আন্দাজ করেই ফেলছেন।