Holi 2022: বিয়ের পর প্রথম হোলি কীভাবে উদযাপন করছেন ভিকি-ক্যাটরিনা?
বহু তারকাদের মতো কোনও পার্টিতে গিয়ে নয়, বরং পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটা উদযাপন করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হোলি সেলিব্রেশনের ছবি ভাগ করে নিলেন।
![Holi 2022: বিয়ের পর প্রথম হোলি কীভাবে উদযাপন করছেন ভিকি-ক্যাটরিনা? Vicky Kaushal's Mom Bonds With Bahu Katrina Kaif As They Celebrate 1st Holi After Marriage, know in details Holi 2022: বিয়ের পর প্রথম হোলি কীভাবে উদযাপন করছেন ভিকি-ক্যাটরিনা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/19/d7a833cb026d4537cc7e5f7f1fa3e64c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত বছর ৯ ডিসেম্বর অত্যন্ত গোপনীয়তায় এবং চূড়ান্ত নিরাপত্তার মধ্যে বিয়ে সারেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। বিয়ের পর প্রথম হোলি (Holi 2022)। তাই উত্তেজনা এবং উদযাপন একটু বেশিই হবে বৈকি। কিন্তু বহু তারকাদের মতো কোনও পার্টিতে গিয়ে নয়, বরং পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটা উদযাপন করলেন দুই তারকা। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হোলি সেলিব্রেশনের ছবি ভাগ করে নিলেন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হোলি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন ভিকি কৌশল। একেবারেই পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রঙের উতসব উদযাপন করছেন। তিনি, তাঁর বাবা-মা, ভাই এবং অবশ্যই স্ত্রী ক্যাটরিনা। সকলের গালেই রং আর সকলের মুখে একগাল হাসি। তবে, ছবিতে নজর কাড়ল ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের মায়ের সম্পর্ক। শাশুড়ি-বৌমার মিষ্টি সম্পর্কে ছবি দেখে মুগ্ধ নেট দুনিয়া। ছবি পোস্ট করে ভিকি কৌশল লিখেছেন, 'হ্যাপি হোলি'। একই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফও।
আরও পড়ুন - Amitabh on Holi 2022: হোলি উপলক্ষে জয়ার সঙ্গে অমিতাভ বচ্চনের বিশেষ ছবিতে মুগ্ধ নেট দুনিয়া
প্রসঙ্গত, বিয়ে এবং সম্পর্ক নিয়ে প্রথম থেকেই স্পিকটি নট ছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাঁদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও নিজেরা মুখে কিছু বলেননি। রাজস্থানে অত্যন্ত নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যে বিয়ে সারার পর নিজেরাই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে নেন। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারেন দুই তারকা।
ক্যাটরিনা কাইফকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'সূর্যবংশী' ছবিতে। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে সলমন খানের বিপরীতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা'র মতো ছবি। অন্যদিকে ভিকি কৌশলকে দেখা যাবে 'গোবিন্দা নাম মেরা', 'শ্যাম বাহাদুর' এবং আরও বেশ কিছু ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)