Vicky Kaushal Upcoming Film: সিনেমাহল নাকি ওটিটি, কোথায় মুক্তি পাবে ভিকি কৌশলের ছবি 'সর্দার উধম সিংহ'?
যদিও ছবির নায়ক ভিকি কৌশল, পরিচালক সুজিত সরকার কিংবা ছবি নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও ঘোষণা করা হয়নি।
![Vicky Kaushal Upcoming Film: সিনেমাহল নাকি ওটিটি, কোথায় মুক্তি পাবে ভিকি কৌশলের ছবি 'সর্দার উধম সিংহ'? Vicky Kaushal’s Sardar Udham Singh aiming for OTT release, know in details Vicky Kaushal Upcoming Film: সিনেমাহল নাকি ওটিটি, কোথায় মুক্তি পাবে ভিকি কৌশলের ছবি 'সর্দার উধম সিংহ'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/19/8e9307fb08881c44df0428ca6ecd1154_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ২০১৯-র ডিসেম্বরে। কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় এবং করোনা পরিস্থিতির কারণে মুক্তি পাওয়া এখনও বাকি ভিকি কৌশলের (Vicky Kaushal) ছবি 'সর্দার উধম সিংহ'র (sardar Udham Singh)। ছবিটি প্রথমে সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে বলে। যদিও ছবির নায়ক ভিকি কৌশল, পরিচালক সুজিত সরকার কিংবা ছবি নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও ঘোষণা করা হয়নি।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ছবি মুক্তির ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মই একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছিল। সম্প্রতি কিছুদিন হল সরকারের অনুমতিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি পাওয়া গিয়েছে। তাই ধীরে ধীরে সিনেমাহলেও মুক্তি পেতে শুরু করেছে বিভিন্ন ছবি। তাও সংক্রমণের আশঙ্কা এবং দর্শক কতটা হলে এসে ছবি দেখবেন, তার একটা আশঙ্কা থাকায় বহু পরিচালক, প্রযোজকরা এখনও ওটিটি প্ল্যাটফর্মেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিচ্ছেন। শোনা যাচ্ছে, আগামি ১৬ অক্টোবর ভিকি কৌশলের 'সর্দার উধম সিংহ' ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন - Happy Birthday Prachi Desai: আজ জন্মদিনে দেখে নিন প্রাচী দেশাই অভিনীত ছবির জনপ্রিয় কয়েকটি গান
প্রসঙ্গত, 'সর্দার উধম সিংহ' ছবি দিয়ে পরিচালক সুজিত সরকারের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন ভিকি কৌশল। সর্দার উধম সিংহ। যিনি ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রায় ২১ বছর পর পাঞ্জাবের গভর্নর মাইকেল ও'ডয়েরকে হত্যা করেন। ছবিটি ২০২০ সালের ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পরিবর্তিত হয়ে চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাবে বলে জানা গিয়েছিল। এরপর ফের এই ছবির মুক্তি পিছিয়ে যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)