এক্সপ্লোর
Advertisement
দেখুন: বিমানবন্দরে সেলফি-প্রত্যাশী খুব কাছে চলে এলেন, সারার প্রতিক্রিয়ার প্রশংসা সোশ্যাল মিডিয়ায়
কেদারনাথ ও সিম্বা সিনেমায় সারা আলি খানের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এই দুটি সিনেমার মাধ্যমে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তাঁর হাতে এখনই কয়েকটি সিনেমা রয়েছে। সম্প্রতি বন্ধুবান্ধবদের সঙ্গে নিউইয়র্কে দারুণ একটা ছুটি কাটিয়েছেন তিনি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ফিরে হাসিমুখে অনুরাগীদের সেলফির আবদার মিটিয়েছেন এই বলিউড সুন্দরী।
নয়াদিল্লি: কেদারনাথ ও সিম্বা সিনেমায় সারা আলি খানের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এই দুটি সিনেমার মাধ্যমে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তাঁর হাতে এখনই কয়েকটি সিনেমা রয়েছে। সম্প্রতি বন্ধুবান্ধবদের সঙ্গে নিউইয়র্কে দারুণ একটা ছুটি কাটিয়েছেন তিনি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ফিরে হাসিমুখে অনুরাগীদের সেলফির আবদার মিটিয়েছেন এই বলিউড সুন্দরী।
মুম্বই বিমানবন্দরে সারাকে সাদা টপ, কালো প্যান্ট ও সাদা স্নিকার্সে খুবই ঝলমলে দেখিয়েছে। আর প্রিয় তারকার সঙ্গে ছবি তোলা প্রত্যেক অনুরাগীর কাছে একটা বহুকাঙ্খিত বিষয়। মুম্বই বিমানবন্দরে বেরোনোর পথে কয়েকজন অনুরাগী সারার সঙ্গে ছবি তোলার সুযোগ পেলেন।
এরইমধ্যে এক অনুরাগী সেলফি তোলার সময় সারার খুব কাছে চলে আসার চেষ্টা করেন। এতে অস্বস্তি বোধ করেন সারা। সারা শান্ত থেকে শুধু ওই অনুরাগীর দিকে একবার তাকিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন। অনুরাগীদের সেলফির আবদার রেখে গন্তব্যে রওনা দিলেন সারা।View this post on Instagram#SaraAliKhan is back in the Bay post her holidays abroad #instadaily #ManavManglani
এভাবে সংযম ও মাথা ঠাণ্ডা রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের অনেকেই সারার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার সারার হাত ছোঁয়ার জন্য ওই সেলফি প্রত্যাশীর সমালোচনা করেছেন। এর আগে তাঁর ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সারা।View this post on Instagram#saraalikhan is back from New York #airportdiaries #viralbhayani @viralbhayani
সারাকে এর পর ইমতিয়াজ আলির আগামী সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে। এই সিনেমা আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এরপর বরুণ ধবনের সঙ্গে কুলি নং ১ সিনেমাতেও দেখা যাবে তাঁকে।View this post on InstagramBurn calories ????️♂️????????♀️???????? Then earn calories ????????????♀️
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement