এক্সপ্লোর
Advertisement
দুর্ভাগ্যজনক! মুম্বইয়ের লোকাল ট্রেনে তাঁর সামনে হস্তমৈথুন করছিল এক ব্যক্তি, ধমক দিয়ে নামিয়ে দেন: বিদ্যা বালন
মু্ম্বই: বিদ্যা বালন, বলিউডের এই অভিনেত্রীর আলাদা করে পরিচয় নিস্প্রোয়জন। তিনি অন্য অভিনেত্রীদের মতো সঠিক ফিগার পাওয়ার নেশায় কখনওই পাগলের মতো জিমে যান না, খোলামেলা পোশাকও পরেন না। তিনি যেমন, সেভাবেই নিজের পরিচিতি তৈরি করতে স্বচ্ছন্দবোধ করেন বিদ্যা। অন-স্ক্রিনেও তিনি মনে দাগ কেটে যাওয়া বিভিন্ন চরিত্রেই অভিনয় করেছেন। সম্প্রতিই তিনি তাঁর ব্যক্তি জীবনে ঘটে যাওয়া এক অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করেন।
বিদ্যা নো ফিল্টার নেহা নামের শোতে গিয়েছিলেন। সেখানেই তিনি তাঁর কলেজ জীবনের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেন। একদিন মুম্বইয়ের লোকাল ট্রেনে করে নিজের কলেজ থেকে বাড়ি ফিরছিলেন বিদ্যা। তাঁর সঙ্গে সেদিন মহিলা কামরায় আরও দুজন বান্ধবী ছিলেন। আচমকাই তাঁদের সামনে এক পুরুষ এসে বসেন। তাঁকে দেখে বিদ্যা কামরাটি মহিলাদের জন্যে সংরক্ষিত বলেন। এরপর সেই ব্যক্তি বলেন তিনি পরের স্টেশনে উঠে যাবেন। কথা মতো পরের স্টেশন আসলে উঠে গেলেও নামেন না সেই ব্যক্তি। ফিরে এসে তাঁদের সামনে বসে জানান, পরের স্টেশনে নামবেন। তারপরই প্যান্টের জিপ খুলে তাঁদের সামনে হস্তমৈথুন করা শুরু করেন। এই ঘটনা দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান বিদ্যা এবং তাঁর বান্ধবীরা। যদিও সঙ্গে সঙ্গে উঠে গিয়েই লোকটিকে ধমক দিয়ে হাত ধরে টেনে ট্রেন থেকে নামিয়ে দেন বিদ্যা।
এরপরই তিনি বলেন, এই পুরুষশাসিত সমাজে প্রায় প্রত্যেক মহিলাকেই বিভিন্ন সময় এধরনের ব্যবহারের সামনে পড়তে হয়। এখনও পুরুষরা মনে করেন, তাঁরা যখন ইচ্ছে, যেমন ইচ্ছে ব্যবহার করতে পারেন মহিলাদের সঙ্গে। এরজন্যে মহিলাদেরই রুখে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন বিদ্যা। তবে এই প্রথমবারের জন্যে কোনও তারকা এধরনের নোঙরা, কুরুচিকর আচরণের শিকার হলেন এমন নয়। এর আগে সারা ভাস্বকরকেও এমন অভিজ্ঞতার সামনে পড়তে হয়েছিল। এক নেশাগ্রস্থ ব্যক্তি সারাকে শ্লীলতাহানি করে এবং তারপর সেও সারার সামনে হস্তমৈথুন করে।এই ঘটনাগুলোর কথা উল্লেখ করেই বিদ্যা বলেন, পুরুষদের উচিত মহিলাদের আগে মানুষ ভাবা। তাঁদেরও যে সমাজে একইরকম সম্মান প্রাপ্য সেটা আগে গোটা পুরুষ সমাজের বোঝা প্রয়োজন। তবেই এই ধরনের ঘটনা বন্ধ হওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement