এক্সপ্লোর
Advertisement
ক্যান্সার নয়, ডিহাইড্রেশন হওয়ায় হাসপাতালে ভর্তি হন বিনোদ খন্না, অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল
মুম্বই: গত শুক্রবার গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় বলিউড অভিনেতা বিনোদ খন্নাকে। গত কয়েকদিন তাঁর অবস্থা ভাল ছিল না। কিন্তু গতকাল রাতে অভিনেতার পুত্র রাহুল খন্না জানান তাঁর বাবার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছেন। তবে এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় রটে যায় তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। এরপরই তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর ক্যান্সার নয়, ডিহাইড্রেশন হয়েছে।
বিনোদ খন্নাকে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মারাত্মক মাত্রায় ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।
এই দুঃসময় পরিবারের পাশে যাঁরা দাঁড়িয়েছেন তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন বিনোদ পুত্র। তবে এরসঙ্গে তাঁদের পরিবারের গোপনীয়তাকে রক্ষা করার জন্যে সকলকে অনুরোধও জানিয়েছেন।
রাহুল জানিয়েছেন তাঁর বাবা দ্রুত সেরে উঠছেন। তাঁদের আশা খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
বলিউড এই অভিনেতার দুটি সন্তান রয়েছে তাঁর প্রথমপক্ষের বিয়ে থেকে। অক্ষয় এবং রাহুল তাঁর প্রথম পক্ষের সন্তান। দ্বিতীয় বিয়ে থেকে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে বিনোদের। 'অমর আকবর অ্যান্টনি', 'হেরা ফেরি', 'দয়াবান', 'কুরবানি', 'হাত কি সাফাই'-এর মতো একাধিক হিট ছবি তিনি উপহার দিয়েছেন বক্স অফিসকে। তাঁকে শেষ দেখা গিয়েছিল শাহরুখের ছবি 'দিলওয়ালে'তে। তিনি এইমুহূর্তে পঞ্জাবের গুরদাসপুর জেলার সাংসদ পদে রয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement