এক্সপ্লোর
অনুষ্কাকে তাঁর ছবি ‘ফিলাউরি’তে বিশেষভাবে সাহায্য করছেন বিরাট, কী করছেন কোহলি সেখানে?

মুম্বই: অনুষ্কা শর্মার প্রযোজনার দ্বিতীয় ছবি ‘ফিলাউরি’ ট্রেলর মুক্তির সঙ্গে সঙ্গেই সকলের নজরে কেড়েছে এর অভিনবত্বের জন্যে। এবার শোনা যাচ্ছে প্রেমিকাকে তাঁর প্রযোজনার দ্বিতীয় ছবির প্রচারে সাহায্য করবেন বিরাট কোহলি।
‘ফিলাউরি’ পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ২৪ মার্চ। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ও করছেন অনুষ্কা শর্মা। এছাড়া রয়েছেন দিলজিত দোসাঞ্জি এবং সুরজ শর্মা। সূত্রের খবর, এখনই এই ছবির প্রচারে বিরাট কীভাবে সাহায্য করবেন সেবিষয়ে পরিপূর্ণ কোনও পরিকল্পনা না হলেও, সাহায্য করবেন সেটা নিশ্চিত।
এই ছবিতে অনুষ্কার কাজ দেখে গর্বিত বিরাট। এর আগে অনুষ্কার প্রযোজনার ছবি ‘এনএইচ-১০’ও ভাল ব্যবসা করেছে। দ্বিতীয় ছবি নিয়েও যথেষ্ট আশাবাদী বিরাট। তাই ছবির প্রচারে বান্ধবীর পাশে থাকতে চান তিনি। তবে এরমধ্যে সবচেয়ে সুন্দর বিষয় হল, এই দুই প্রেমিক-প্রেমিকা একে অপরকে ভালবাসেন আড়ালে, সাহায্য করেন প্রকাশ্যে, সত্যিই অনবদ্য।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























