স্ত্রী প্রিয়ালিকে ডিভোর্স দিচ্ছেন গায়ক-সুরকার বিশাল দাদলানি

মুম্বই: বলিউডে আরও একটা বিবাহবিচ্ছেদ। খবরে প্রকাশ, স্ত্রী প্রিয়ালিকে ডিভোর্স দিচ্ছেন সিনেমা জগতের জনপ্রিয় গায়ক-সুরকার বিশাল দাদলানি।
জানা গিয়েছে, গত ২ বছর ধরে আলাদাভাবেই থাকতেন বিশাল ও প্রিয়ালি। সম্প্রতি, তাঁরা পাকাপাকিভাবে বিচ্ছেদের মামলা দাখিল করেন।
এই প্রসঙ্গে, বিশাল জানান, যেহতু এটি তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয়, তাই তিনি বা প্রিয়ালি কেউ-ই এই নিয়ে বেশি কথা বলতে রাজি নন।
তিনি যোগ করেন, বিচ্ছেদ হলেও প্রিয়ালির সঙ্গে তাঁর বন্ধুত্ব থাকবে বলেই তাঁর আশা। পাশাপাশি, দুই পরিবারের মধ্যের সম্পর্কও স্বাভাবিক থাকবে বলেও তিনি মনে করেন।
সাম্প্রতিককালে, বলিউডে একের পর এক তারকাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। চলতি মাসের গোড়ায় সাত বছরের বিবাহ জীবনের ইতি টেনে স্বামী সুবোধ মস্করার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন অভিনেত্রী নন্দিতা দাস।
এর আগে, গত বছর বহু সেলিব্রিটির সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তালিকায় রয়েছে ফরহান আখতার-অধূনা ভবানী, আরবাজ খান-মালাইকা অরোরা, ক্যাটরিনা কঈফ-রণবীর কপূর প্রমুখ।






















