এক্সপ্লোর
Advertisement
ক্লাবে মিঠুনের ছবির গানে সোনমের নাচ, ভিডিও শেয়ার করলেন আনন্দ
১৯৮২ সালের হিট ছবি ‘ডিস্কো ডান্সার’ এর জনপ্রিয় গান ‘জিমি জিমি আজা’র সঙ্গে নাচতে দেখা যাচ্ছে সোনমকে।
নয়াদিল্লি: সম্প্রতি ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সোনম কপূর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছিলেন যুগলে। ইন্টারনেটে ভাইরালও হয়েছিল সেই ছবি। গতবছর রাজকীয় সেলিব্রেশন করে গাঁটছড়া বাঁধেন সোনম-আনন্দ। তারপর থেকেই পাপারাৎজিদের নজরে এই সেলিব্রিটি কাপল।
সম্প্রতি আনন্দ আহুজা দিল্লির একটি নৈশ ক্লাব থেকে সোনমের নাচের ভিডিও পোস্ট করেন। সেখানে পুরনো হিন্দি ছবির গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে অনিল-কন্যাকে। ১৯৮২ সালের হিট ছবি ‘ডিস্কো ডান্সার’ এর জনপ্রিয় গান ‘জিমি জিমি আজা’র সঙ্গে নাচতে দেখা যাচ্ছে সোনমকে।
সোনমের ফ্যাশন দুরস্ত সাজও চোখে পড়ার মতো। এই ভিডিওয় তাঁর নাচের সঙ্গী ডিজাইনার নিমিশ শাহ। কিন্তু আনন্দকে দেখা যাচ্ছে না, কোথাও। তাই হয়ত সোনম লিখেছেন, ‘পরের বার তোমাকেও আমাদের সঙ্গে নাচতে হবে’।
আনন্দ আহুজার পোস্ট করা ভিডিওটি দেখুন!
সোনমও ওই রাতের ছবি শেয়ার করেন। সেখানে আনন্দকেও দেখা যাচ্ছে তাঁর পাশে।
সোনমকে শেষ ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে বাবা অনিল কপূরের সঙ্গে দেখা গিয়েছিল। এখন তিনি শ্যুট করছেন তাঁর পরবর্তী ছবি, ‘দ্য জ়োয়া ফ্যাক্টর’এর জন্য। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন ডালকর সলমান। জুন মাসে মুক্তি পাবার কথা ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement