এক্সপ্লোর
Advertisement
রাহুল গাঁধীর সঙ্গে ‘ডেট’-এ যেতে চেয়েছিলেন করিনা: দেখুন সেই ভিডিও
নয়াদিল্লি: এখন তিনি নবাব ঘরনী। সেফ-তৈমুর-করিনার ছবি যেন এক কথায় সুখী দাম্পত্যের বিজ্ঞাপন। নেটদুনিয়ায় তাঁদের ছবি সবসময় জনপ্রিয়তার শীর্ষে। ছোটে নবাবকে নিয়ে যে বেশ আছেন করিনা, সেই ছাপ স্পষ্ট। কিন্তু জানেন কি, এককালে রাহুল গাঁধীর সঙ্গে ডেট-এ যেতে চেয়েছিলেন বেবো। সেই কথা অকপটে এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েওছিলেন তিনি। সিমি গারেওয়ালের একটি জনপ্রিয় টক-শোতে এ-কথা খোলাখুলি বলেছিলেন করিনা। দেখুন সেই ভিডিও।
বুঝতেই পারছেন এই ভিডিও অনেককাল আগের। তখন বলিউডে সদ্য পা রেখেছেন কপূর-তনয়া। অভিষেক বচ্চনের বিপরীতে জে পি দত্তর 'রিফিউজি' মুক্তি পেয়েছে। ওই টক শো-এ রিফিউজি ছবির পর্দার আড়ালের অনেক গল্প তো করিনার মুখে শোনা গিয়েছিলই, সঙ্গে উঠে এসেছিল তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কথাও। সেখানেই তিনি রাহুল গাঁধীর সঙ্গে কথা বলার ইচ্ছেপ্রকাশ করেন। তিনি বলেন, রাহুল সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের ছেলে। অন্যদিকে তাঁর পরিবার ছায়াছবির জগতে উজ্জ্বল। তাঁদের দু’জনের আলাপচারিতা বেশ আকর্ষক হতে পারে। একটি ম্যাগাজিনের পাতায় রাহুলের ছবি দেখতে দেখতে নাকি এমন ভাবনা এসেছিল বেবোর মাথায়।
এখনও কি এমনটাই মনে করেন করিনা ? সে-কথা অবশ্য জানা যায়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement