The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস'-এ দেখান বিষয়বস্তু প্রসঙ্গে বিস্ফোরক স্বয়ং ছবির প্রযোজক
কোথাও দাবি করা হচ্ছে, এই ছবির বিষয়বস্তু সম্পূর্ণ সঠিক নয়। ছবিতে অনেক কিছুই সঠিক দেখান হয়নি বলে দাবি তোলা হচ্ছে। এবার ছবির বিষয়বস্তু সম্পর্কে মুখ খুললেন 'দ্য কাশ্মীর ফাইলস' প্রযোজক অভিষেক আগরওয়াল।
মুম্বই: গত ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। অনুপম খের, মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবির মুক্তির আগেও নানা বিতর্ক দেখা দিয়েছিল। ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রাজত্ব করলেও ছবির বিষয়বস্তুকে ঘিরে এখনও নানা বিতর্ক শোনা যাচ্ছে নানা মহলে। কোথাও দাবি করা হচ্ছে, এই ছবির বিষয়বস্তু সম্পূর্ণ সঠিক নয়। ছবিতে অনেক কিছুই সঠিক দেখান হয়নি বলে দাবি তোলা হচ্ছে। এবার ছবির বিষয়বস্তু সম্পর্কে মুখ খুললেন 'দ্য কাশ্মীর ফাইলস' প্রযোজক অভিষেক আগরওয়াল।
কাশ্মীরি পণ্ডিতদের জীবনের নানা সত্যি ঘটনাকে কেন্দ্র করেই মূলত তৈরি হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। এক সাক্ষাৎকারে ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল বলেন, 'ছবিতে সঠিক বিষয় দেখানো হয়নি বলে যাঁরা দাবি তুলছেন, আমি এই বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নই। আমরা কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে গত হওয়া নানা ঘটনাকে পর্দায় দর্শকের সামনে তুলে ধরেছি মাত্র। যে সত্যি ঘটনা এতদিন এড়িয়ে যাওয়া হচ্ছিল, তা সিনেমার আকারে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমরা সত্যিটাকে সামনে আনতে চেয়েছি। কোনওরকম ঘৃণা ছড়ানো আমাদের উদ্দেশ্য নয় একেবারেই। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা ছড়ানো আমাদের উদ্দেশ্য নয়। কাশ্মীর পণ্ডিতদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং সন্ত্রাসবাদীরা তাঁদের বাধ্য করেছে তাঁদের নিজের জায়গা থেকে চলে যেতে। শুধুমাত্র সত্যি ঘটনাই আমরা আমাদের ছবিতে তুলে ধরেছি।'
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: আজ দেশের জনপ্রিয় গায়িকা এই ছোট্ট মেয়েটি, বলুন তো কে?
তিনি আরও বলেন, 'ওরা প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসবাদী। আর সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না। আমি এভাবেই বিষয়টাকে দেখি। একদম সন্ত্রাসবাদী, হতে পারে তারা মুসলিম, তারা নির্বিচারে হত্যা করেছে কাশ্মীরি পণ্ডিতদের। আমাদের আমাদের ছবিতে সেই সত্যি ঘটনাগুলোকেই দেখিয়েছি। আর কিছু নয়। সত্যি ঘটনা দেখানোটাই আমাদের মূল উদ্দেশ্য।'