Welcome 3: অক্ষয় কুমারের জন্মদিনেই প্রকাশ্য়ে 'ওয়েলকাম ৩'-র প্রথম ঝলক
Akshay Kumar: ২০২৪-এর ২০ ডিসেম্বর বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
কলকাতা: ওয়েলকাম ৩' (Welcome 3) নিয়েও চড়ছে উন্মাদনার পারদ। আর কথা মতোই প্রকাশ্য় আজ অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্মদিনে প্রকাশ্য়ে এল 'ওয়েলকাম ৩'-র প্রথম ঝলক। এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতারা রয়েছেন। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle)। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হতে চলেছে এই ছবি (Welcome To The Jungle)।
'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-র প্রোমোতে দেখা যাচ্ছে আর্মি পোশাকে হাতে বন্দুক নিয়ে সারিবদ্ধভাবে রয়েছে এই ছবির লিড তারকারা। আর সকলে মিলে 'টুনাক টুনাক টুন' গানটি গাইছেন। আর তারপরই আলাদা আলাদা ভাবে প্রত্য়েকটি তারকাকে ক্য়ামেরা আলাদা করে ফোকাস করে।
২০২৪-এর ২০ ডিসেম্বর বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle)।
ভিডিওটি পোস্ট করে অক্ষয় লিখেছেন, 'নিজেকে ও আপনাদেরকে জন্মদিনের উপহার দিলাম, পছন্দ হলে অবশ্য়ই জানাবেন।'
আরও পড়ুন...
আইটেম গানে অঙ্কুশ হাজরা, প্রকাশ্যে 'রক্তবীজ' ফিল্মের নতুন গান 'গোবিন্দ দাঁত মাজে না'
প্রোমোতেই স্পষ্ঠ যে, 'জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি (Comedy) ঘরানার ছবি হতে চলেছে এটি। এক অনন্য ধরনের অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি তৈরিই উদ্দেশ্য, যা আগের দুই পর্বের থেকে আরও এক ধাপ এগিয়ে তৈরি হবে।' দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে ফিরছেন 'খিলাড়ি'। ইতিমধ্য়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ফিরোজ নাদিয়াদওয়ালার (Firoz Nadiadwala) এই প্রজেক্টের মুক্তির দিনক্ষণ।
প্রসঙ্গত, বলিউড সূত্রের খবর, এই ছবিতে অভিনয়ের জন্য় ১৮ কোটি টাকা দাবি করেছিলেন অনিল কপূর (Anil Kapoor)। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবিষয়ে তাঁর সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এমনকি খোদ অক্ষয় কুমারও (Akshay Kumar) অনুরোধেও কোনও কাজ হয়নি বলে জানা গিয়েছিল। নিজের দাবিতে অনড় থাকেন অনিল। ফলে তিনি ছবি থেকে সরে আসার পর নানা পটেকরও এই ছবি থেকে নিজেকে সরিয়ে আনেন। ফলে তাঁদের জায়গায় এই ছবিতে দেখা যেতে চলেছে 'মুন্নাভাই' জুটি সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারসিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial