Welcome 3: অক্ষয়ের জন্মদিনেই আনুষ্ঠানিক ঘোষণা 'ওয়েলকাম ৩'-এর, রয়েছে আরও চমক
Welcome To The Jungle: ২০২৪ সালের বড়দিনের মরশুমে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
কলকাতা: ওয়েলকাম ৩' (Welcome 3) নিয়েও চড়ছে উন্মাদনার পারদ। এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতারা রয়েছেন। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle)। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর, অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্মদিনে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবে ছবির টিম।
আরও পড়ুন...
ভাঙবে 'পাঠান'-এর রেকর্ড! বিশ্বজুড়ে প্রথম দিনে কত আয় করবে 'জওয়ান'? কী বলছে পরিসংখ্যান?
ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি (Comedy) ঘরানার ছবি হতে চলেছে এটি। এক অনন্য ধরনের অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি তৈরিই উদ্দেশ্য, যা আগের দুই পর্বের থেকে আরও এক ধাপ এগিয়ে তৈরি হবে।' দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে ফিরছেন 'খিলাড়ি'। ইতিমধ্য়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ফিরোজ নাদিয়াদওয়ালার (Firoz Nadiadwala) এই প্রজেক্টের মুক্তির দিনক্ষণ।
সূত্রের আরও খবর, শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। শ্যুটিং লোকেশনও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকশন দৃশ্য নিয়ে কাজকর্ম এবং চরিত্রদের লুক নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ছবির ঘোষণার জন্য একটি বিশেষ ফটোশ্যুটও করা হয়েছে এবং শীঘ্রই সেই ছবি আসবে প্রকাশ্যে।
প্রসঙ্গত, বলিউড সূত্রের খবর, এই ছবিতে অভিনয়ের জন্য় ১৮ কোটি টাকা দাবি করেছিলেন অনিল কপূর (Anil Kapoor)। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবিষয়ে তাঁর সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এমনকি খোদ অক্ষয় কুমারও (Akshay Kumar) অনুরোধেও কোনও কাজ হয়নি বলে জানা গিয়েছিল। নিজের দাবিতে অনড় থাকেন অনিল। ফলে তিনি ছবি থেকে সরে আসার পর নানা পটেকরও এই ছবি থেকে নিজেকে সরিয়ে আনেন। ফলে তাঁদের জায়গায় এই ছবিতে দেখা যাবে 'মুন্নাভাই' জুটি সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারসিকে।
এছাড়াও শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের ঘনিষ্ঠ বন্ধু, তারকা অভিনেতা ও 'ওয়েলকাম ৩' ছবির প্রযোজক সুনীল শেট্টি (Sunil Shetty) নাকি নিয়ে আসবেন এক নতুন চরিত্রকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন