Tapas Das : রাইলস টিউব-চ্যানেল নিয়েও মঞ্চে মহীনের ঘোড়াগুলির 'তিনি', সাহায্য চাইছেন গানওয়ালারা
Mohiner Ghoraguli : তাপস দাস ক্যান্সার আক্রান্ত হয়েও যেভাবে শারীরিক প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে গানের মঞ্চে 'সুদিন কাছে এসো' গেয়ে চলেছেন, তা দেখে মুগ্ধতা ও চিন্তা ঘিরে ধরছে সঙ্গীতপ্রেমীদের।
কলকাতা : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সঙ্গীতমেলায় গানের ভেলায় ভেসেছেন সঙ্গীতপ্রেমীরা। মঞ্চে নস্টালজিয়া জাগানো একের পর এক গান। কিন্তু তার মাঝেই হাতে মাইক্রোফোন যাঁর, তিনি বসে হুইলচেয়ারে। নাক দিয়ে ঝুলছে রাইলস টিউব। ডান হাতে ঘুরিয়ে ফিরিয়ে ধরছেন মাইক্রোফোন, কারণ বাঁ হাতে চ্যানেলের জেরে লাগানো মোটা মাইক্রোপোরের পরত। আর যিনি গান গাইছেন, তিনি আর কেউ নন। তিনি তাপস দাস। লোকমুখে বাপি দাস। বাংলা 'নতুন' ধারার গানের বাহক হিসেবে অনেক সঙ্গীতপ্রেমী যে ব্যান্ডকে আপন করে নিয়েছিল বাঙালি, সেই 'মহীনের ঘোড়াগুলি'-র (Mohiner Ghoraguli) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তাপস বাপি দাস।
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিনি। লড়ছেন এক অসম লড়াই। শুধু স্বাস্থ্যের দিক থেকেই নয়, আর্থিকভাবেও। তাপস দাস ক্যান্সার আক্রান্ত হয়েও যেভাবে শারীরিক প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে গানের মঞ্চে 'সুদিন কাছে এসো' গেয়ে চলেছেন, তা দেখে মুগ্ধ সকলেই। পাশাপাশি অনেকেই আবার চিন্তিত তাঁর স্বাস্থ্য নিয়েও। ক্যান্সারের চিকিৎসার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেটা বুঝেই ইতিমধ্যে তাপস দাসের জন্য এগিয়ে এসেছে বাংলার সঙ্গীত মঞ্চের একটা বড় অংশ। রূপম ইসলাম, সিধু থেকে অর্ক মুখোপাধ্যায়, একাধিক শিল্পী তাঁদের সোশ্যাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন শিল্পীর জন্য।
রূপম লিখেছেন, মহীনের ঘোড়াগুলির সদস্য, আমাদের বাপি দা ক্যান্সার আক্রান্ত। কেমোথেরাপি চলছে তাঁর। ক্যান্সারের চিকিৎসায় যে কী পরিমাণ অর্থের প্রয়োজন হয় সে সম্পর্কে আমরা সকলেই অবগত। শুধু কেমোথেরাপিই নয়, হাসপাতালে ভর্তি, ওষুধ থেকে আনুষাঙ্গিক নানা খরচ। সম্প্রতি একটি রাজনৈতিক দল তাঁকে সাহায্যের জন্য এগিয়ে গেলেও তাপসদা তা প্রত্যাখ্যান করেছেন। তবে সঙ্গীতের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদেরকে নিজের সন্তান ভাবেন বলেই জানিয়েছেন উনি। তাই তাঁদের থেকে সাহায্য উনি ফেরাবেন না বলেও জানিয়েছেন। যে তথ্য দেওয়ার পরই তাপস দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেখানে সঙ্গীতপ্রেমী থেকে সকল সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন রূপম। পাশাপাশি বর্তমান বাংলা রক সঙ্গীতের অন্যতম মুখ রূপম ইসলাম তাঁর সোশ্যাল পোস্টে এও লিখেছেন, সরকার যদি চিকিৎসায় জন্য এগিয়ে আসে, সেক্ষেত্রে তাঁর কোনও অসুবিধা নেই বলেই তাঁকে জানিয়েছেন রূপম ইসলাম।
সিধু থেকে অর্ক মুখোপাধ্যায়, সকলেই সোশ্যাল মিডিয়ায় তাপস দাসের ভগ্ন স্বাস্থ্যের কথা উল্লেখ করে তাঁর জন্য অর্থসাহায্যের আবেদন জানিয়েছেন সকলের কাছে। বড় হওয়ার পথে বাঙালির বোধ-পথচলায় যাঁরা সঙ্গী সেই মহীনের ঘোড়াগুলির তাপস দাসের গানের জন্য ভালবাসাকে কুর্নিশ জানানোর পাশাপাশি তাঁর স্বাস্থ্যের কথা ভেবে অনেক এগিয়ে আসবেন বলেও প্রত্যাশা বাংলার সঙ্গীতমহলের।