এক্সপ্লোর
Advertisement
প্রথম যখন দেখা হয়েছিল শাহরুখ-সলমনের সঙ্গে তখন তাঁদের দেখে কি মনে হয়েছিল আমিরের জানেন?
মুম্বই: জীবনে প্রথমবার যখন শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে দেখা হয়েছিল আমির খানের, তখন তাঁদের দেখে কী মনে হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের সেকথা নিজেই এক সাক্ষাত্কারে জানিয়েছেন। সেময় তিন খানের কেউই সুপারস্টার হয়ে উঠতে পারেননি। তিনজনেই ছিলেন স্ট্রাগলিং পর্যায়ে।
‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে প্রথম সলমনের সঙ্গে কাজ করেন আমির। তাঁদের প্রথম দেখা হয়েছিল পরিচালক আদিত্য ভট্টাচার্যের বাড়িতে। একটি শর্ট ফিল্ম নিয়ে আলোচনা করার জন্যে সেদিন সেখানে গিয়েছিলেন আমির। সেই স্বল্পদৈর্ঘ্যের ছবির অভিনেতা, স্পট-বয়, প্রোডাকশন হেড থেকে শুরু করে ফার্স্ট অ্যাড সবই ছিলেন আমির। একমাস ধরে শ্যুটি হয়েছিল ‘প্যারানইয়া’ নামের সেই ছবির। তখন আমিরের বয়স ছিল মাত্র ১৫ বছর এবং সেটাই ছিল তাঁর জীবনের প্রথম অভিনয়। যখন পরিচালক আদিত্য ভট্টাচার্যের বাড়ি ছিলেন আমির সেদিন সেইসময় কার্টার রোডে সাইকেল চালাচ্ছিলেন সলমন। তারপর পরিচালকের বাড়ি আসেন ভাইজানও। বাড়ির বারান্দায় দুজনের কথা হয় প্রথম। আমিরকে সলমন জানিয়েছিলেন, তিনিও সিনেমার জগত নিয়ে আগ্রহী, অভিনয় করতে চান। সলমনকে তখন আমিরের একটি মিষ্টি ছেলে বলে মনে হয়েছিল।
এমনকি আমির এবং সলমন একই স্কুলে পড়েছেন এবং এক ক্লাসেও। কিন্তু সেসময় তাঁদের কোনও কথা হয়নি। তবে দীর্ঘ এই বলিউডি কেরিয়ারে সলমন-আমির একসঙ্গে মাত্র একটা ছবি করলেও, দুজনের বন্ধুত্ব, সম্পর্ক খুবই গাঢ় এবং ঘনিষ্ঠ। শাহরুখের সঙ্গে আমিরের দেখা হয়েছিল রাস্তায় একটি ছবির শ্যুটিং চলার সময়। একদিন জুহি চাওলার সঙ্গে একটি ছবির শ্যুট করছিলেন আমির। সেসময় শাহরুখের সঙ্গে জুহির ‘রাজু বন গয়া জেন্টলম্যানে’র শ্যুট চলছিল। তখনও শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায়নি। এটা সেই সময়কার কথা। সেদিনের শাহরুখের সঙ্গে সাক্ষাত্টা খুব অল্প সময়ের জন্যে হলেও, আমিরের মনে থেকে গিয়েছে। এখনও পর্যন্ত বলিউডের এই দুই খান একসঙ্গে কোনও কাজ না করলেও, সম্প্রতি এক পার্টিতে দুজনকে একসঙ্গে সেলফি তুলতে দেখা যায়। সেলফিটি নিজের সোশ্যাল সাইটে শেয়ার করে শাহরুখ ক্যাপশন দিয়েছেন, আমাদের দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক, কিন্তু এই প্রথম আমরা একসঙ্গে ছবি তুললাম। এইমুহূর্তে তিন খানই ব্যস্ত রয়েছেন নিজের নিজের কাজে। আমির যশরাজ ফিল্মসের সঙ্গে ‘ঠাগস অফ হিন্দুস্তান’-এ কাজ করছেন, সলমনও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর কাজে ব্যস্ত। শাহরুখ আনন্দ এল রাইয়ে নামহীন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।My favourite pic of Salman & me. "Do dost ek jhaad pe susu kartein hain toh dosti badti hai" 1 day to go...Jai Ho!!! pic.twitter.com/uYxVHrvYfJ
— Aamir Khan (@aamir_khan) January 23, 2014
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement