এক্সপ্লোর
Advertisement
‘সর্বজিৎ’-এর বায়োপিক থেকে সলমনকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন ঐশ্বর্য, কেন জানুন
মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে ঐশ্বর্য রাই বচ্চন-রণদীপ হুডা অভিনীত ‘সর্বজিৎ’-এর ট্রেলর। যেহেতু ছবিটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত, তাই সকলেরই আশা ছবিতে দেখানো প্রতিটি ঘটনার সঙ্গেই মিল থাকবে সত্যের। যদিও বাস্তবে তা ঘটেনি। প্রসঙ্গত, সর্বজিৎ-এর পাকিস্তানের জেল থেকে মুক্তির বিষয় বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিনেতা সলমন খান। কিন্তু ছবিতে সেপ্রসঙ্গে একটা কথাও উল্লেখ করা হয়নি। সূত্রের দাবি, ঐশ্বর্য ইচ্ছাকৃতভাবেই ছবি থেকে সলমনের অংশটা বাদ দিয়েছেন।
ছবিটি মূলত প্রতিবেশী দেশে চর সন্দেহে বন্দি থাকা এক ভাইকে এক বোনের জেল থেকে বের করে আনার গল্প। ছবিতে দেখানো হয়েছে কীভাবে সর্বজিৎ-এর বোন দলবীর কৌর লড়াই করেছেন তাঁর ভাইয়ের বন্দিদশা কাটানোর জন্যে।
সলমন খানের যেহেতু পাকিস্তানে বহু অনুরাগী রয়েছে, তাই বাস্তবে ‘সর্বজিৎ’-এর বোন ভেবেছিলেন সলমন যদি তাঁর ভাইয়ের হয়ে বলেন, তাহলে হয়তো তাঁর বিষয়টা আরও অনেক সহানুভূতির সঙ্গে দেখা হবে। মূলত সলমন সর্বজিৎকে জেল থেকে ছাড়িয়ে আনতে বহু চেষ্টাও করেছেন। কিন্তু এই পুরো ঘটনার কথা বায়োপিকে কোথাও উল্লেখ করা হয়নি।
সকলেরই জানা সলমন-ঐশ্বর্য একে অপরের সঙ্গে কথাও বলেন না। ছবির এক ক্রু সদস্যের কথায় অ্যাশ-সলমনকে ক্যামরার সামনে একে অপরের মুখোমুখিও দাঁড় করানো সম্ভবন নয়। তাই ভাবনা-চিন্তা করেই ছবির নির্মাতারা সলমনের বিষয় কোনও উল্লেখই করেননি ছবিতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement