এক্সপ্লোর
শাহরুখের সঙ্গে সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছিল, ‘ও ভীষণ পজেজিভ’: কর্ণ জোহর
![শাহরুখের সঙ্গে সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছিল, ‘ও ভীষণ পজেজিভ’: কর্ণ জোহর When I Had A Fall Out With Kajol The First Call I Made Was To Shah Rukh Khan Karan Johar শাহরুখের সঙ্গে সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছিল, ‘ও ভীষণ পজেজিভ’: কর্ণ জোহর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/14125827/shahrukh-karan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মু্ম্বই: আত্মজীবনী ‘অ্যান আনসুইটেবল বয়’তে নিজের জীবনের একের পর এক বিস্ফোরক কথা প্রতিটি চ্যাপ্টারে খোলাখুলি বলেছেন কর্ণ জোহর। প্রথমে নিজের সেক্সুয়াল চয়েস, তারপর কাজলের সঙ্গে সম্পর্কে ভাঙন ! এবার মুখ খুললেন তাঁর বলিউডের একদা প্রিয় বন্ধু শাহরুখ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে।
সেখানেই তিনি জানিয়েছেন, বাদশার সঙ্গে তাঁর সাম্প্রতিক অতীতে একটা দূরত্ব তৈরি হয়েছিল ঠিকই, তবে তিনি ফের ফিরে এসেছেন মহাতারকার জীবনে। শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই গাঢ় যে কোনওদিনই সেটা ভাঙা সম্ভব নয়।
১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গ’-এর সেটে অভিনেতা হিসেবে শাহরুখ-কর্ণের বন্ধুত্বের শুরু। দু দশকে দুজনে মিলে এক ডজনের বেশি ছবি করেছেন। আর হয়তো সেই বন্ধুত্বের স্রোতে ভেসে কর্ণ কোনও একসময় প্রতিশ্রুতি দিয়ে ফেলেন, তিনি শাহরুখ ছাড়া আর কারও সঙ্গে ছবি করবেন না। আর সেটাই অন রেকর্ড বলা ছিল তাঁর বড় ভুল, স্বাকীরোক্তি কর্ণের। কারণ তিনি সেকথা স্বাভাবিক ভাবেই রাখতে পারেননি।
'পজেজিভ' শাহরুখ সেই বিষয়টাই ভালভাবে নিতে পারেননি। শাহরুখকে ছাড়া ছবি বানিয়ে হয়তো তাঁকে আঘাত করা হয়েছে, মনে করেন কর্ণ। আবার শাহরুখ যখন ফিরে এসেছেন কর্ণের ছবিতে, তখন হয়তো নায়ক তাঁর ১০০ শতাংশ দিতে পারেননি, মনে করেন এই পরিচালক-প্রযোজক। আর এই টানাপোড়েনের মধ্যে পড়েই ধাক্কা খেয়েছে তাঁদের বন্ধুত্ব। তবে কাজলকে নিয়ে ঝামেলার সময়ও শাহরুখই হলেন প্রথম ব্যক্তি যাঁকে কর্ণ ফোন করেছিলেন।
তবে ভুল বোঝাবুঝি ভেঙে আপাতত তাঁরা দুজনে ফের জীবনের এক ট্র্যাক ধরে হাঁটছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)