এক্সপ্লোর
স্বজনপোষণ বিতর্ক শুনতে শুনতে তিতিবিরক্ত, বললেন বিদ্যা

মুম্বই: বলিউডে স্বজনপোষণ সংক্রান্ত ঘিরে চাপানউতোর চলছে।এই বিতর্ক নিয়ে অবশ্য আদৌ আগ্রহ নেই বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের। বরং তাঁর কাছে এটা খুব একঘেঁয়ে হয়ে উঠেছে। ব্যাপারটা তাঁর কাছে এতটাই তিতিবিরক্তিকর হয়ে উঠেছে যে, কোথাও 'স্বজনপোষণ' শব্দটা শুনলেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন। বিদ্যা নিজেই এ কথা জানিয়েছেন। সম্প্রতি আইআইএফএ-তে অনুষ্ঠানের সঞ্চালক কর্ণ জোহর, সইফ আলি খান সহ বরুণ ধবন স্বজনপোষণ বিতর্কে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে বিদ্রুপ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের মন্তব্য তীব্র সমালোচনার পর তিনজনই ক্ষমা চেয়েছিলেন। স্বজনপোষন সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিদ্যা বলেছেন, এই বিতর্কের সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে আমি এতে ক্লান্ত হয়ে গিয়েছি। এখন তো পড়তে গিয়ে 'স্বজনপোষণ' লেখা দেখলেই পাতা উল্টে ফেলি। বিদ্যা সম্প্রতি তাঁর আগামী সিনেমা ‘তুমহারি সুলু’-র শ্যুটিং শেষ করেছেন। সিনেমাতে সুলোচনা বা সুলু নামে এক রেডিও জকির ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা। সিনেমায় শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ গানটি থাকবে। কহানি-র অভিনেত্রী বলেছেন, সিনেমায় এই গানটির মাধ্যমে শ্রীদেবীকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















