এক্সপ্লোর
Advertisement
ভিডিওতে দেখুন, 'মাই নেম ইজ লখন’ গানে নাচছেন অঙ্গদ বেদী, জাহ্নবী কাপুর
জানা যাচ্ছে, এটা গুঞ্জন সাক্সেনা, দ্য কার্গিল গার্ল ছবির প্রস্তুতি পর্বের ছবি। ভারতের প্রথম বায়ুসেনা পাইলট গুঞ্জন সাক্সেনার জীবনের ভিত্তিতে তৈরি এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জাহ্নবী।
মুম্বই: অঙ্গদ বেদী একটি ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তা বেশ ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অঙ্গদ বেদী অনিল কাপুরের নাচের জন্য খ্যাত ‘মাই নেম ইজ লখন’ গানের সঙ্গে নাচছেন জাহ্নবী কপূরের সঙ্গে। স্বাভাবিক প্রশ্ন, এই ভিডিয়োর কারণ কী এবং কোন সময়ে তোলা। জানা যাচ্ছে, এটা গুঞ্জন সাক্সেনা, দ্য কার্গিল গার্ল ছবির প্রস্তুতি পর্বের ছবি। ভারতের প্রথম বায়ুসেনা পাইলট গুঞ্জন সাক্সেনার জীবনের ভিত্তিতে তৈরি এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জাহ্নবী। আর সেই ছবিতেই জাহ্নবীর দাদার ভূমিকায় অভিনয় করেন অঙ্গদ বেদী। ছবিতে এই গানটি ব্যবহৃত হয়েছিল। সেই গানটিই চালিয়ে নিয়ে এক প্রস্থ ডান্স প্র্যাকটিস করে নেন দুজনে। ভিডিয়োটি সম্পর্কে অঙ্গদ লিখেছেন, ডান্স লাইক নোবডি ওয়াচিং। অনিল কপূর স্যার, দিস ইজ আ ট্রিবিউট টু ইউ।
ছবিটি ঘিরে একটা উন্মাদনা দেখা দিয়েছিল দর্শকের মধ্যে কারণ শ্রীদেবী-বনি কাপুরের কন্যা বায়ুসেনা অফিসারের ভূমিকায় কেমন অভিনয় করেন ,তা নিয়ে অনেকই উদগ্রীব ছিলেন। ছবিটি প্রাথমিক ভাবে বড় পর্দায়, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমন ভেবেই বানানো হয়েছিল। কিন্তু আরও অনেক বিগ বাজেট ছবির মতোই এই ছবিও করোনাভাইরাস মহামারীর কারণে হলে মুক্তি পেতে পারেনি। ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement