এক্সপ্লোর
Advertisement
যখন তুলসীর আচমকা দেখা মিহির ভিরানির সঙ্গে
নয়াদিল্লি: দীর্ঘদিন আগে শেষ হয়ে যাওয়া কিঁউকি সাস ভি কভি বহু থি সিরিয়ালে স্বামী স্ত্রী সেজেছিলেন তাঁরা। গুজরাতি সেই দম্পতি মিহির ভিরানি ও তুলসির জুটি টেলিভিশনে দারুণ জনপ্রিয় হয়েছিল। তারপর জল গড়িয়েছে বহু দূর। সময় পাল্টেছে। সেদিনের মিহির ভিরানি ওরফে রণিত রায় আজ ছোট ও বড় পর্দার প্রতিষ্ঠিত অভিনেতা। আর তাঁর টেলিভিশনের স্ত্রী তুলসী ওরফে স্মৃতি ইরানি? তিনি আজ কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির প্রথম সারির নেত্রী।
আচমকা তাঁদের দেখা হয়ে গেল এক উড়ানে। আর সেই সাক্ষাতের ছবি দিয়ে রণিত রায়ের টুইট
What are the chances??!!!
So lovely to meet @smritiirani in the flight pic.twitter.com/un7eNOd3oc
— Ronit Roy (@RonitBoseRoy) April 1, 2017
ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘ সিরিয়াল কিঁউকি সাস ভি কভি বহু থি চলে ২০০০-২০০৮ পর্যন্ত। সিরিয়ালে তুলসী স্মৃতি ইরানি সেরা অভিনেত্রী হিসেবে পরপর ৫বার ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পান ও ৪বার ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস। ২০০৭ সালে সিরিয়ালটির প্রযোজক একতা কপূরের সঙ্গে ঝামেলার জেরে স্মৃতি কিঁউকি ছাড়েন। তাঁর জায়গায় আসেন গৌতমী কপূর। তবে এক বছরের মাথায় আবার স্মৃতিকেই ফিরিয়ে আনা হয় তুলসীর চরিত্রে।
তারপর ধীরে ধীরে তিনি অভিনয় থেকে সরে যান রাজনীতিতে। এখন তো স্মৃতি পুরোদস্তুর পাকাপোক্ত রাজনীতিক।
উল্টোদিকে রণিতও টেলিভিশনের সাফল্যের সিঁড়ি বেয়ে বলিউড পৌঁছে গিয়েছেন। উড়ানের মত ছবিতে নিষ্ঠুর বাবার ভূমিকায় তাঁর অভিনয় তাঁকে এনে দিয়েছে বেশ কয়েকটি সেরা সহ অভিনেতার পুরস্কার। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে দ্যাট গার্ল ইন ইয়োলো বুটস, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, মিডনাইটস চিলড্রেন, শ্যুটআউট অ্যাট ওয়াডালা-র মত বেশ কয়েকটি ছবিতে। শেষ তাঁকে দেখা গিয়েছে হৃতিক রোশন ও ইয়ামি গৌতমের কাবিল-এ, খলনায়কের ভূমিকায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement