এক্সপ্লোর
Advertisement
আমি চরিত্রহীন, মেয়েদের খারাপ চোখে দেখি: কেন বললেন শাহরুখ?
মুম্বই: আমি চরিত্রহীন, সস্তা.. মেয়েদের খারাপভাবে দেখি। আর কেউ নয়, খোদ শাহরুখ খান বলেছেন এ কথা। তবে হ্যাঁ, বাস্তবে নয়, তাঁর আগামী ছবি যব হ্যারি মেট সেজালে এই ডায়ালগ শাহরুখ বলেছেন অনুষ্কা শর্মাকে।
শিগগিরই মুক্তি পাবে ছবিটির প্রোমো। তার আগে গতকাল ছবির পরিচালক ইমতিয়াজ আলির জন্মদিনের পার্টিতে যান শাহরুখ। সেখানেই তিনি এই ডায়ালগ শোনান অভ্যাগতদের।
পার্টিতে শাহরুখ ছাড়াও ছিলেন আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন, রণবীর কপূর সহ বেশ কয়েকজন। অল্পদিন আগেই শেষ হয়েছে যব হ্যারি মেট সেজালের শ্যুটিং। এখন ডাবিং চলছে।
এই প্রথম ইমতিয়াজের সঙ্গে কাজ করছেন এসআরকে। ছবির শ্যুটিং হয়েছে প্রাগ, আমস্টারডাম, লিসবন আর বুদাপেস্টে। ছবির নায়িকা অনুষ্কা অবশ্য ইমতিয়াজের পার্টিতে ছিলেন না।
৪ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement