Govinda-Sunita: কেন হঠাৎ ছড়িয়ে পড়েছিল গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের খবর? নেপথ্যে ছিল কী কারণ?
Govinda-Sunita Ahuja: হঠাৎ তাঁদের মধ্যে এমন কী হয়েছিল যে দীর্ঘ দাম্পত্য ভাঙতে বসেছিল দুই তারকার? কেনই বা যাবতীয় সমস্যা মিটিয়ে আবার এক ফ্রেমে ধরা দিলেন তাঁরা?

কলকাতা: সুনীতা আহুজা (Sunita Ahuja) আর গোবিন্দের (Govinda)-র বিবাহ বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল আগুনের মতোই। তাঁদের দীর্ঘ দাম্পত্যে চিড় ধরেছে, এই খবর ছড়িয়ে পড়তেই অবাক হয়েছিলেন অনেকেই। কিন্তু কীভাবে ছড়াল তাঁদের এই বিচ্ছেদের গুঞ্জন? হঠাৎ তাঁদের মধ্যে এমন কী হয়েছিল যে দীর্ঘ দাম্পত্য ভাঙতে বসেছিল দুই তারকার? কেনই বা যাবতীয় সমস্যা মিটিয়ে আবার এক ফ্রেমে ধরা দিলেন তাঁরা?
কোথা থেকে শুরু হয়েছিল গোবিন্দ সুনীতার বিবাহবিচ্ছেদের গুজব?
- গোবিন্দা এবং সুনীতার বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে এসেছিল, সুনীতার হাত ধরেই। বিভিন্ন পডকাস্টে সুনীতা তাঁর পরিবারকে নিয়ে একাধিক বিরূপ কথা বলেছিলেন।
- সুনীতা জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন ধরেই নাকি একাই জন্মদিন পালন করে আসছেন, গোবিন্দ তাঁর সঙ্গে থাকেন না। এর পরেই শুরু হয় গোবিন্দ আর সুনীতার বিচ্ছেদের গুঞ্জন।
- এমন পরিস্থিতিতে আইনজীবী ললিত বিন্দল জানিয়ে দেন, যে সুনীতা ছয় মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। যদিও এখন তাঁদের মধ্যে সব ঠিক আছে।
বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছিলেন সুনীতা
নিজেই দায়ের করেছিলেন মামলা, অথচ বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে চলে আসতেই সুনীতার গলায় একেবারে অন্য সুর। তিনি বারে বারেই বলেছিলেন, গোবিন্দ আর কারোর হতে পারে না। নায়কের পরকীয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন, 'এই বিষয়ে আমি না মুখ খুললে কেউ কিছু বলবেন না। যা বলবেন, সব খবর ভুলই হবে। এই বিষয় নিয়ে আমি যা কথা বলব, সেটাই হবে সঠিক, বাকি সব ভুল।'
নতুন করে ফের কেন শুরু হল গোবিন্দা-সুনিতার বিবাহবিচ্ছেদের গুজব?
- কিছুদিন আগে নতুন করে একটি খবর প্রকাশ্যে এসেছিল যে, বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা।
- সুনীতা 'হিরো নম্বর ১'-এর ওপর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক এবং নিষ্ঠুরতার অভিযোগও এনেছিলেন।
- যদিও একসঙ্গে গণেশ চতুর্থী পালন করে গোবিন্দা এবং সুনীতা সমস্ত গুজবে ইতি টেনেছিলেন।
গণেশ চতুর্থীতে গুঞ্জনের ইতি
গণেশ চতুর্থীর অনুষ্ঠানে সুনীতা আহুজা গোবিন্দের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে নিজের বক্তব্য রাখেন। সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় সুনীতা বলেছিলেন- 'আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। উপর থেকে ভগবান নেমে এলেও, কোনও শয়তান এলেও পারবে না। কেউ আলাদা করতে পারবে না। একটা সিনেমা ছিল না 'মেরা পতি সিরফ মেরা' (আমার স্বামী শুধু আমার)- তেমনই আমার গোবিন্দা শুধু আমারই, আর কারও নয়। যতক্ষণ না আমরা মুখ খুলছি, ততক্ষণ আপনারা দয়া করে কোনও কথা বলবেন না।'






















