Saif Ali Khan News: গাড়ি নয়, কেন অটো করেই পৌঁছেছিলেন হাসপাতালে? এবার মুখ খুললেন সেফ
Saif Ali Khan Update: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সেফ জানিয়েছেন, তিনি যদি হাতের কাছে গাড়ির চাবি খুঁজে পেতেন, তবে তিনি নিজেই গাড়ি চালিয়ে চলে যেতেন।

কলকাতা: গত ১৬ জানুয়ারি, সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনায় একটা ঘটনা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছিল, কেন অটোয় করে হাসপাতালে গিয়েছিলেন সেফ আলি খান। এত বড় অভিনেতার বাড়িতে কী কোনও গাড়ি ছিল না? আর এবার, নিজেই সেই প্রশ্নের জবাব দিলেন সেফ। জানালেন, সেই রাতে তিনি কেন অটোকেই বেছে নিয়েছিলেন হাসপাতালে যাওয়ার জন্য।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সেফ জানিয়েছেন, তিনি যদি হাতের কাছে গাড়ির চাবি খুঁজে পেতেন, তবে তিনি নিজেই গাড়ি চালিয়ে চলে যেতেন। তবে তিনি সেই সময়ে গাড়ির চাবি খুঁজে পাননি। তবে সেফ আরও জানিয়েছেন, সেই সময়ে তাঁর গাড়ি চালিয়ে আসা কতটা উচিত হত, সেটা তিনি জানেন না। কারণ তাঁর শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি নেতিয়ে পড়ছিলেন।
সেফ আরও জানিয়েছিলেন, সবসময়ে তাঁর বাড়িতে গাড়ির চালকেরা থাকেন না। সাধারণত তাঁরা সারাদিন সেফের বাড়িতে থাকেন ও রাতে বাড়ি ফিরে যান। সেই কারণে রাতে গাড়ি থাকলেও থাকেন না গাড়িচালকেরা। যদি কোথাও বিশেষ করে যাওয়ার থাকে, তাহলে গাড়িচালকদের আগে থেকে বলা থাকে। তাঁরা সেই মতো ডিউটিতে আসেন। কোথাও যাওয়ার না থাকলে সাধারণত গাড়ি চালকেরা বাড়ি ফিরে যান। সেফের মতে, যদি তিনি সেই রাতে কোনও গাড়িচালককে ডাকতেন, তখন তাঁর পৌঁছতে সময় লাগত। অথচ সেফের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। সেই কারণেই তিনি দুই ছেলেকে নিয়ে অটো করে বেরিয়ে যান হাসপাতালের উদ্দেশে।
অন্যদিকে, সদ্য 'টাইমস অফ ইন্ডিয়া' (Times of India) -কে দেওয়া সাক্ষাৎকারে সেফ বলেছেন কেন তাঁকে সেইদিন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাড়ির দুই ছোট। ইব্রাহিম আলি খান ও তৈমুর? কেন প্রথমেই হাসপাতালে জাননি করিনা? সেফ জানিয়েছেন, এই ঘটনা ঘটে যাওয়ার পরেও তৈমুর একেবারেই ভয় পায়নি। বাবার শরীর থেকে ঝরঝর করে রক্ত বেরোতে দেখেও একটুও ভয় পায়নি তৈমুর। সে বাবার কাছে এসেছিল। আর সেফ তার ছেলের নির্ভিক মুখ দেখে মনে ভীষণ সাহস পেয়েছিলেন। সেফ চেয়েছিলেন, ছেলে থাকুক তাঁর সঙ্গে। এমনকি মা করিনাও চেয়েছিলেন তৈমুর থাকুক বাবার সঙ্গে। তাহলে সেফের ভাল লাগবে।
আরও পড়ুন: Saif Ali Khan: কেন ছোট্ট তৈমুর বাবার সঙ্গে হাসপাতালে গিয়েছিল সেদিন? খোলসা করলেন সেফ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
