Jeetu-Ditipriya Controversy: ধারাবাহিকের স্বার্থে ফের দিতিপ্রিয়ার সঙ্গে পর্দায় প্রেম করবেন জীতু? সাফ জানিয়ে দিলেন নায়ক
Jeetu Kamal and Ditipriya Roy Issue: নায়ক নায়িকার মধ্যে চূড়ান্ত তিক্ততা, কী হবে ধারাবাহিকের ভবিষ্যৎ? এবিপি লাইভ জানতে চেয়েছিল জীতুর কাছে...

কলকাতা: ব্যক্তিগত পরিসরে তিনি বারে বারেই বলে এসেছেন, তিনি বিতর্কে জডাতে চান না। একেবারেই পছন্দ করেন না। অভিনয়ের কারণেই শিরোনামে থাকতে ভালবাসেন তিনি। তবে বর্তমানে তাঁর নাম যে কারণে শিরোনামে, সেটা বিতর্ক। বলা যায়, চূড়ান্ত বিতর্ক। ছোটপর্দায় দীর্ঘ বিরতির পরে, ধারাবাহিকে ফিরেছেন জীতু কমল (Jeetu Kamal)। তাঁর বিপরীতে অভিনয় করছেন, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। পর্দায় জীতু আর দিতিপ্রিয়ার রসায়ন জমজমাট হলেও, তাঁদের ব্যক্তিগত জীবনের সম্পর্ক এখন চর্চায়।
বেশ কিছুদিন ধরেই তরজা চলছিল যে, ফ্লোরে নাকি দিতিপ্রিয়া আর জীতু কথা বলেন না। নিজেদের মতোই থাকেন ২ জনে। তাঁদের ২ জনের ব্যক্তিগত সম্পর্ক নাকি ভাল নয়। তবে প্রথমে এই দাবি নস্যাৎ করে ও দিতিপ্রিয়ার প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন জীতু। পরে চ্যানেলের তরফ থেকে একটি ফেসবুক লাইভে জীতু ও দিতিপ্রিয়া পাশাপাশি বসে বার্তা দেন, তাঁদের মধ্যে সব স্বাভাবিক রয়েছে। গোটাটাই গুঞ্জন। তবে গতকাল, রবিবার সন্ধে থেকেই বদলে যায় গোটা বিষয়টা। প্রথমে শোনা গিয়েছিল, জীতুর পোস্ট করা একটি ছবি নিয়ে আপত্তি জানান দিতিপ্রিয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়েও নেন জীতু। তবে গতকাল দিতিপ্রিয়ার লম্বা পোস্ট পড়ে বোঝা যায়, তাঁর অভিযোগ গুরুতর। নাম না করেই তিনি জীতুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেন। দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় জানান, জীতু তাঁকে এমন অনেক বার্তা পাঠিয়েছে, যা তাঁকে অস্বস্তিতে ফেলেছে। জীতু দিতিপ্রিয়াকে লিখেছিলেন, 'তুমি কি প্রেগন্যান্ট?' এমনকি AI দিতে তৈরি করা চুম্বনের ছবিও পাঠিয়েছিলেন। গোটা বিষয়টা তাঁকে দীর্ঘদিন থেকে অস্বস্তিতে ফেলছে বলেই গতকাল ফুঁসে ওঠেন দিতিপ্রিয়া।
গতকাল জীতু এই বিষয় নিয়ে মুখ না খুলতে চাইলেও, আজ সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করেন তিনি। সেখানে নিজের ও দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপের কথোপকথনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, দিতিপ্রিয়া যে অভিযোগগুলি করেছিলেন, সত্যিই সেগুলি জীতুর কথোপকথনে রয়েছে। তবে সেই কথার উত্তরে দিতিপ্রিয়া কী কী লিখেছেন, তার সমস্তটাই তুলে ধরেছেন জীতু। পাশাপাশি জীতু এ ও লিখেছেন, যদি জনান্তির মনে হয় তাঁর কথোপকথনের মধ্যে কোনও রকম আপত্তিকর কিছু ছিল, তাহলে তিনি নিজেকে বদলে নেবেন।
নায়ক নায়িকার মধ্যে চূড়ান্ত তিক্ততা, কী হবে ধারাবাহিকের ভবিষ্যৎ? এবিপি লাইভ জানতে চেয়েছিল জীতুর কাছে। অভিনেতা বললেন, 'আমি কখনও আমার কাজকে ঠকাইনি। অনেক কষ্ট করে একটা ধারাবাহিক তৈরি হয়, দর্শকদের জনপ্রিয়তা পায়। একটা ধারাবাহিকের সঙ্গে বহু মানুষ জড়িয়ে থাকেন। ব্যক্তিগত দিক থেকে বলতে পারি, আমি এমন কিছু করব না যাতে আমার প্রযোজকের কোনোরকম ক্ষতি হয়। আমি দিতিপ্রিয়ার সঙ্গে এখনও সাবলীলভাবেই অভিনয় করতে প্রস্তুত। যদি চ্যানেল কর্তৃপক্ষ মনে করেন কোনও আলোচনার প্রয়োজন রয়েছে, আমার তরফ থেকে বলা হয়েছে, তাঁরা প্রয়োজন পড়লে আমায় ডেকে নিতে পারেন। সমস্যা মেটানোর জন্য যদি আলোচনায় বসতে হয়, আমি রাজি। কাজের ক্ষতি আমি কোনোদিন চাইনি, আজও চাইব না।'






















