![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Brahmastra: 'কেজিএফ টু'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন কি ভাঙতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?
'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশনও কি নজর কাড়তে পারবে? 'কেজিএফ টু'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন কে কি টপকে যেতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?
![Brahmastra: 'কেজিএফ টু'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন কি ভাঙতে পারবে 'ব্রহ্মাস্ত্র'? Will Ranbir Kapoor's 'Brahmastra' Break The Record Of Yash's 'KGF 2' First-Day Collection Of 54 Cr.? know in details Brahmastra: 'কেজিএফ টু'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন কি ভাঙতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/75f88c1fd56124989f2d48233b343b6e1661428941875214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), নাগার্জুন, মৌনী রায়ের বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। এই ছবির ঘোষণা হয়েছে বেশ কিছু বছর আগে। আর এই ছবির শ্যুটিংই শুরু হয়েছে ২০১৭ সালে। টানা পাঁচ বছর ধরে চলেছে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং। মাঝে করোনা পরিস্থিতির জন্য কিছুটা বিরতি পড়লেও, বিগ বাজেট এই ছবির তার সমস্ত লক্ষ্য পূরণ করেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বেশ কয়েকটি ভাগে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। তার প্রথমটি মুক্তি পেতে চলেছে আগামী সেপ্টেম্বরে। স্বাভাবিকবাবেই এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ছে নেট দুনিয়ায়। ঠিক যেভাবে দক্ষিণী তারকা যশের 'কেজিএফ টু'কে (KGF 2) ঘিরে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়েছিল। তবে, শুধু উচ্ছ্বাসেই থেমে থাকেনি 'কেজিএফ টু'। তার ব্যাপক প্রভাব পড়েছিল বক্স অফিসেও। সেই একইরকমভাবে 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশনও কি নজর কাড়তে পারবে? 'কেজিএফ টু'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন কে কি টপকে যেতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?
যশের 'কেজিএফ টু'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন কি টপকাতে পারবেন রণবীরের 'ব্রহ্মাস্ত্র'?
বিগ বাজেট ছবি ছিল দক্ষিণী সুপারস্টার যশের 'কেজিএফ চ্যাপ্টার টু'। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। শুধু প্রথম দিনের বক্স অফিস কালেকশনই নয়। এই ছবির সম্পূর্ণ ব্যবসা ছিল নজর কাড়া। জানা যায়, 'কেজিএফ চ্যাপ্টার টু' প্রথমদিন ব্যবসা করেছিল ৫৪ কোটি টাকার। সারাদেশে বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি। সেদিক থেকে দেখতে গেলে 'ব্রহ্মাস্ত্র'ও মুক্তি পেতে চলেছে একাধিক ভাষায়। এবং সারাদেশ জুড়ে। রণবীর কপূরের বহু প্রতীক্ষিত এই ছবিকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা অনেক। বিশেষ করে এই ছবির মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি এবং আলিয়া ভট্ট। তাই 'ব্রহ্মাস্ত্র'র উল্লেখযোগ্য বক্স অফিস কালেকশনের আশা করছেন ট্রেড অ্যানালিস্ট থেকে নির্মাতারা। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, যশের 'কেজিএফ চ্যাপ্টার টু' প্রথমদিন ৫৪ কোটি টাকার ব্যবসা করার পাশাপাশি সারাদেশ জুড়ে এই ছবি মোট ব্যবসা করে ৯০০ কোটি টাকার মতো। কিন্তু সাম্প্রতিককালে বলিউড ছবির অবস্থা বেশ শোচনীয়। নেটিজেনদের 'বয়কট' ডাকে প্রায় বিপর্যস্ত। আমির খান, অক্ষয় কুমারের শেষ মুক্তি পাওয়া দুটি ছবিও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এই পরিস্থিতিতে কি হাল ধরতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?
অন্যদিকে, সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে সাংবাদিক সম্মেলন করেছিলেন রণবীর কপূর। সম্প্রতি লাইভ কথোপকথনে বসেছিলেন আলিয়া ও রণবীর। সেখানেই কথা বলার সময়ে স্ত্রীয়ের 'বেবি বাম্প'-এর দিকে দেখিয়ে তাঁর ওজন বৃদ্ধি নিয়ে মন্তব্য করেন রণবীর। তাতেই প্রশ্নের মুখে পড়ে অভিনেতার 'রসবোধ'। আলিয়ার উদ্দেশে রণবীরের এই মন্তব্য 'বডি শেমিং'-এর সমান ও অত্যন্ত অসম্মানজনক বলে দাবি ছিল নেটিজেনদের। আর নিজের সেই মন্তব্যের জন্যই ক্ষমা চেয়ে নিলেন রণবীর কপূর। ক্ষমা চেয়ে নিয়ে তিনি বললেন, 'প্রথমেই বলি, আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি। আমার জীবনের সমস্ত কিছু দিয়ে আমি আমার স্ত্রীকে ভালোবাসি। ওটা একটা মজা ছিল, যা মানুষকে হাসাতে পারেনি। কারও মনে দুঃখ দেওয়া একাবেরই আমার উদ্দেশ্য ছিল না। সেদিনের পর আমি এই বিষয়টা নিয়ে আলিয়ার সঙ্গে কথা বলি। ও খুব হাসে। কখনও কখনও আমার সেন্স অফ হিউমর আমার মুখের উপরই ধ্বসে পড়ে। যাঁরা আমার ওই মন্তব্যে দুঃখ পেয়েছেন, আমি তাঁদের সকলের কাছে ক্ষমা চাইছি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)