এক্সপ্লোর
হৃত্বিক-কঙ্গনা ‘ঝগড়া’ নিয়ে এবার সিনেমা!

নয়াদিল্লি: এবার অনস্ক্রিনে আসতে চলেছে হৃত্বিক-কঙ্গনা বিরোধ। বাস্তব জীবনে এখনও মেটেনি দুজনের আইনি লড়াই। সাইবার ক্রাইম ইস্যুতে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাউত। এই বিষয়বস্তু নিয়েই তৈরি হতে চলেছে সিনেমা। হৃত্বিক-কঙ্গনার এই দ্বৈরথ এখন বেশ চর্চার বিষয়। তরুণ প্রজন্মের কাছেও ভীষণই জনপ্রিয় হৃত্বিক। তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও প্রচুর। তাঁকে ঘিরে তরুণীদের উন্মাদনাও তুঙ্গে। এমনই এক হিরোর নাম জড়িয়েছে এহেন বিতর্কিত বিষয়ে। এই কারণেই কাহিনীর চিত্রনাট্য হিসেবে এই বিষয়টি নির্বাচিত করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ৪২ বছরের তারকাকে সিনেমার স্ক্রিপ্টও পাঠিয়েছেন এক প্রতিষ্ঠিত প্রযোজক এবং এক নয়া পরিচালক। এই মুহূর্তে ‘কাবিল’-এর শ্যুটিং নিয়ে খুবই ব্যস্ত হৃত্বিক। অন্য ছবির জন্য হাতে সময়ও নেই তাঁর। প্রসঙ্গত, কঙ্গনার অভিযোগ, তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। হৃত্বিকের সঙ্গে ইমেল মারফত বেশ ঘনিষ্ঠ কথাবার্তাও চলত। কিন্তু একথা অস্বীকার করেন হৃত্বিক। তাঁর দাবি, কেউ ভুয়ো ইমেল আইডি খুলে তাঁর নাম করে মেল করত কঙ্গনাকে। এই নিয়ে একে অপরকে আইনি নোটিশ পাঠান তাঁরা। গোটা বিষয়টি এখন বিচারাধীন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















