Highest YouTube Subscribers: বিশ্ব রেকর্ড গড়ল 'টি-সিরিজ', ইউটিউবে সাবস্ক্রাইবার ছাড়াল ২০০ মিলিয়ন
Highest YouTube Subscribers: গুলশন কুমারের তৈরি টি-সিরিজ (T-Series), প্রথম ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়াল ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটি।
নয়াদিল্লি: ভারতের অন্যতম জনপ্রিয় মিউজিক লেবেল ও ছবি প্রযোজনা সংস্থা টি-সিরিজ (T-series) এবার গড়ল নতুন বিশ্ব রেকর্ড। গুলশন কুমারের (Gulshan Kumar) তৈরি টি-সিরিজ, প্রথম ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়াল ২০০ মিলিয়ন (200 million subscribers) অর্থাৎ ২০ কোটি।
World’s NO. 1 Youtube channel, T-Series has hit 200 million subscribers, becoming the 1st channel in the world to ever reach this landmark! It's a proud moment for the entire country that an Indian channel sits at the top of YouTube in the world.
— T-Series (@TSeries) December 6, 2021
#TSeriesHits200MilSubs pic.twitter.com/V4MiMGKdBI
টি-সিরিজই হল পৃথিবীর সর্বপ্রথম ইউটিউব চ্যানেল যাদের এই পরিমাণ সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে। ভারতের এই মিউজিক লেবেল কোম্পানি তাদের নিজেদের ট্যুইটার হ্যান্ডলে এই খবর শেয়ার করে। ক্যাপশনে লেখে, 'পৃথিবীর এক নম্বর ইউটিউব চ্যানেল, টি-সিরিজ ২০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের গণ্ডী ছুঁয়ে পৃথিবীর প্রথম চ্য়ানেল হয়েছে যারা এই মাইলস্টোনে পৌঁছল। গোটা দেশের জন্য এটা একটা গর্বের মুহূর্ত কারণ একটি ভারতীয় চ্যানেল সারা পৃথিবীতে ইউটিউবের শীর্ষে বসল।'
অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে টি-সিরিজ মালিক ভূষণ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন সারা। নিজের ব্যতিক্রমী কায়দায় ভূষণ কুমারের (Bhushan Kumar) ভিডিও পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
১৯৮৩ সালের ১১ জুলাই গুলশন কুমার শুরু করেন তাঁর সংস্থা টি-সিরিজ। তিনি সেই সময়ে দিল্লির এক ফল বিক্রেতা ছিলেন। ১৯৯৭ সালে তাঁকে খুন করা হয়। তাঁর মৃত্যুর পর থেকে এই কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছোট ভাই কৃশান কুমার ও ছেলে ভূষণ কুমার। তাঁর দুই মেয়ে তুলসি কুমার ও খুশালি কুমারও প্রতিষ্ঠিত গায়িকা।